ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরেশ বড়ুয়া চীনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
পরেশ বড়ুয়া চীনে উলফা প্রধান পরেশ বড়ুয়া

ঢাকা: আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়া বর্তমানে চীনে অবস্থান করছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সোমবার এ কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

 

পত্রিকাটি জানায়, বাংলাদেশে দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পরেশ বড়ুয়া বর্তমানে চীনের রুই লি শহরে আছেন।

সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানায়, গত দুই বছর ধরে বড়ুয়া এক নারী বান্ধবীকে সঙ্গে নিয়ে চীনে থাকছেন। তার স্ত্রী ও দুই সন্তান বাংলাদেশে থাকছেন।

ভারতীয় গোয়েন্দারা গত কয়েক বছর ধরেই পরেশের রেডিও সিগন্যাল ধরতে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।  

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটক করে পুলিশ। পরে তদন্তে দেখা যায়, চীনে তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে উলফার জন্য আনা হয়েছিল; বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল এই চালান।

দশ বছর পর ওই মামলার রায়ে পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের আদালত।  

চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতে ইসলামীর আমির ও জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং বিএনপি নেতা ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ফাঁসির আদেশ পাওয়া এই ১৪ জনের মধ্যে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুর রহীম।

 

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।