ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে আটক সাংবাদিকদের মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৪
মিশরে আটক সাংবাদিকদের মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকা: মিশরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিকদের আটক করার নিন্দা জানিয়ে তাদের মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্র। মিথ্যা সংবাদ পরিবেশন ও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে আল-জাজিরার পাঁচ সাংবাদিককে আটক করেছে মিশর সরকার।

তাদের মধ্যে একজন মোহাম্মদ বদরকে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে।

এক মাসের বেশি সময় আগে কায়রোর একটি হোটেল থেকে মোহাম্মেদ ফাহমি, বাহের মোহাম্মেদ, পিটার গ্রেস্টেকে আটক করে মিশরীয় কর্তৃপক্ষ।

আল-জাজিরার ইংরেজি শাখার এ তিন সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ আদালত বিচার করার প্রস্তুতি নিচ্ছে মিশর।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা মিথ্যা সংবাদ পরিবেশন করেছে এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।   মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে সেনা সমর্থিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

মোহাম্মেদ ফাহমি, বাহের মোহাম্মেদ, পিটার গ্রেস্টের মামলা অপরাধ আদালতে হস্তান্তর করা হয়েছে। তবে আল-জাজিরাকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়নি।

গত রাতে আল-জাজিরার ক্যামেরা পারসন মোহাম্মদ বদর সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে মুক্তি পেয়েছেন। তবে তার সহকর্মী আব্দুল্লাহ আল-শামি এখনও মিশরের জেলহাজতে রয়েছেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, সাংবাদিকদের ও শিক্ষাবিদদের ওপর মিশরের সরকারের দমন-পীড়নে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।

এক ব্রিফিংয়ে হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি বলেছেন, মিশরে সম্পৃক্ততার বিষয়টি বড় করে না দেখে সাংবাদিকদের রক্ষা করা ও মুক্তভাবে কাজ করার অনুমতি দেওয়া উচিত।

তিনি বলেন, ‘‌আটক সাংবাদিক ও শিক্ষাবিদদের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে মুক্তি দাবি করছি। ’

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।