ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বলিভিয়ায় মন্ত্রীসভার পদত্যাগ: মোরালেস-এর জনপ্রিয়তা হ্রাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১

লা পেজ: বলিভিয়ায় মন্ত্রীসভার ১৭ সদস্য পদত্যাগ করেছেন। বলিভিয়ান প্রেসিডেন্ট ইভো মোরালেস-এর দ্বিতীয়বারের ক্ষমতা গ্রহণের ১ম বার্ষিকীপূর্তির সময় রোববার তারা পদত্যাগ করলেন।

অবশ্য তাদের এ পদত্যাগ প্রত্যাশিত ছিল বলেই খবরে জানা গেছে। খবর- জিনিউজ।

প্রেসিডেন্ট মোরালেস-এর জনপ্রিয়তা গত বছরের ৭০ শতাংশ থেকে এ সপ্তাহে কমে দাঁড়ায় ৩৬ শতাংশে। গ্যাসোলিনের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গণবিক্ষোভ তুঙ্গে উঠলে এ অবস্থার সৃষ্টি হয়। প্রেসিডেন্ট গ্যাসোলিনের মূল্য কমাতে রাজি না হওয়ায় দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বলিভিয়ার বিদেশমন্ত্রী ডেভিড চোকিউহুয়ানকা রোববার এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার প্রেসিডেন্ট মোরালেস-এর দ্বিতীয়বার ক্ষমতায় আসার প্রথম বার্ষির্কী পূর্তি হলো এবং  রোববার মন্ত্রীরা একযোগে ক্ষমতা ছেড়ে দিলেন।

খবরে আরো বলা হয়, মন্ত্রীসভা পরিবর্তনের ক্ষেত্রে প্রেসিডেন্ট মোরালেস বাধার সম্মুখীন হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।