ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টানা ২৪০ মিনিট নাচলো চীনা কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৪
টানা ২৪০ মিনিট নাচলো চীনা কিশোরী

ঢাকা: চীনের ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন অনুষ্ঠানের মঞ্চে একটানা ৪ ঘণ্টা (২৪০ মিনিট) নেচে আলোড়ন সৃষ্টি করলো ১৫ বছর বয়সী এক কিশোরী নৃত্যশিল্পী।

 

৩০ জানুয়ারি দেশটির চন্দ্রবর্ষের সূচনা বা লুনার ইয়ারকে স্বাগত জানানোর জন্য আয়োজিত ‘গালা শো‘তে এই পারফর্ম করে ওই কিশোরী।

 

 

যদিও চীনের কেন্দ্রীয় টেলিভিশনে (সিসিটিভি) প্রচারিত ওই ঘূর্ণি নাচ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

 

দেশটির প্রখ্যাত নৃত্যশিল্পী ইয়াং লিপিং’র ভাতিজি ওয়েই কাইকি এ পারফর্ম করে ‘টাইম গার্ল’ হিসেবে আখ্যা পেয়েছেন।

 

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চায়না ডেইলি নিউজ জানিয়েছে, ঢিলেঢালা গাউন পরিহিত কাইকি টানা ২৪০ মিনিট পারফর্মের সময় ধারাবাহিকভাবে কালপ্রবাহ ও ঋতু পরিবর্তন উপস্থাপন করেছেন।

 

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।