ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় খনি থেকে ৮ শ্রমিকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৪
দক্ষিণ আফ্রিকায় খনি থেকে ৮ শ্রমিকের লাশ উদ্ধার

ঢাকা: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সোনার খনি বিস্ফোরণের ঘটনায় আটকে পড়া নয় শ্রমিকের মধ্যে আটজনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তবে নিঁখোজ রয়েছেন একজন।



বৃহস্পতিবার দেশটির সরকারের উদ্বৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করে।

এর আগে বিস্ফোরণের পর আটকে পড়া আরও আট শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধ‍ার ক‍রা হয় বলে খনি মালিক হারমনি গোল্ড জানান।

এদিকে, খনি বিস্ফোরণে ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশটির খনিজ সম্পদ মন্ত্রী সুসান শাবাংঙ্গু।

ভূ-পৃষ্ঠ থেকে এক হাজার সাতশ’ ফুট গভীরে অবিস্থত সোনার খনিটিতে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর বিস্ফোরণ ঘটলে নয় শ্রমিক আটকা পড়েন।

২০০৯ সালের জুলাইয়ে একটি প্লাটিনাম খনিতে পাথর ধসে নয় শ্রমিক নিহত হন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।