ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোশাররফকে ১৮ ফেব্রুয়ারি আদালতে হাজিরের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৪
মোশাররফকে ১৮ ফেব্রুয়ারি আদালতে হাজিরের নির্দেশ

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে বিশ্বাসভঙ্গের মামলায় ১৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে সমন জারি করেছে একটি বিশেষ আদালত।
 
হাজির না হলেও তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সিন্ধুর ওই বিশেষ আদালত।



শুক্রবারের শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিচারপতি ফয়সাল আরবের নেতৃত্বাধীন তিন বিচারকের বেঞ্চ এ নির্দেশ দেয়। এর আগে এক আদেশে পাকিস্তানের সাবেক সেনাপ্রধানকে শুক্রবার আদালতে উপস্থিত হওয়ার কথা বলে এবং তাকে জামিন দেন।

১০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি শুনানির দিন ধার্য করেছে আদালত। তবে মোশাররফের আবেদনের ভিত্তিতে তাকে এদিন আদালতে উপস্থিত থাকতে হবে না।

এর আগে ৩১ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার মোশাররফ জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে দেন এবং ৭ ফেব্রুয়ারি তাকে আদালতে ‍হাজির হতে বলা হয়।

৭০ বছর বয়সী মোশাররফ প্রেসিডেন্ট থাকাকালে ২০০৭ সালে অসাংবিধানিকভাবে জরুরি অবস্থা জারি করে অর্পিত দায়িত্বের অপব্যবহার করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা অভিযোগে চলছে এ মামলা।

এই মামলায় এরআগে ২৪ ডিসেম্বর তাকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু বোমা আতঙ্ক ও স্বাস্থ্যগত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেন নি। অসুস্থতার কারণে তাকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পযর্ন্ত ক্ষমতায় থাকাকালে দুর্নীতির অভিযোগে এবং ২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলাও লড়ছেন রয়েছে মোশাররফ।

১৯৯৯ সালে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করেন ক্ষমতায় অধিষ্ঠিত হন জেনারেল পারভেজ মোশাররফ।

২০১৩ সালের সাধারণ নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার পর তাকে গ্রেফতার করে পুলিশ।


বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।