ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুই শিশুর ভাবনায় হবু প্রেমিক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৪
দুই শিশুর ভাবনায় হবু প্রেমিক!

ঢাকা: চলচ্চিত্রের গল্পে এমন অনেক দেখা যায়, নায়িকা মনে মনে তার স্বপ্নের নায়কের ছবি আঁকতে থাকেন। মনের মধ্যেই লিপিবদ্ধ করতে থাকেন তার নায়কের গুণাগুণ।

তার নায়ক দেখতে ‘এতো ফুট লম্বা হবেন, এতোখানি স্মার্ট হবেন, গায়ের রঙ এমন হবে, চেহারা মায়াবী হবে’; নায়কের ‘একটা ভালো চাকরি থাকবে, রুচিবোধ মার্জিত হবে, সবকিছু পরিকল্পিত থাকবে’ ইত্যাদি।

নায়কের মুখাবয়ব আংশিক হৃদয়পটে এঁকে তার গুণাগুণ নিয়ে স্বপ্নে বিভোর হয়ে যান নায়িকা। এমনকি স্বপ্নে পেয়েও যান সেই নায়কের দেখা।

নিজের মনের মতো মানুষ চলচ্চিত্রের গল্পে পাওয়া যেমন যায়, তেমনি বাস্তবেও পাওয়া যায় বলে রচিত হয় লাইলী-মজনু, শিরি-ফরহাদ, ইউসুফ-জোলেখা, রোমিও-জুলিয়েট বা মমতাজ-শাহজাহানের প্রেমকাহিনীর মতো অসংখ্য আখ্যান।

চলচ্চিত্রের গল্প অথবা হাজার বছর ধরে অমর হয়ে থাকা প্রেমের আখ্যানে উদ্বুদ্ধ হয়ে নিজেদের ভবিষ্যৎ নায়ককে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ৬ ও ৯ বছর বয়সী দুই শিশু।

শুক্রবার হাফিংটন পোস্টে ‘কিউট কিড নোট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ব্লেয়ার (৬) ও ব্রুক (৯) নামের ওই দুই শিশু নিজেদের হবু প্রেমিকের ৩০টি গুণও লিপিবদ্ধ করে রেখেছে। অর্থাৎ কেউ তাদের সঙ্গে প্রেম করতে চাইলে ওই ছেলের লিপিবদ্ধ গুণগুলো তাদের থাকতে হবে।

বয়সে ‘আন্ডার টেন’ হলেও তাদের লিপিবদ্ধ গুণগুলো (এক অর্থে শর্তও) দেখলে যে কারোরই মনে হবে বাস্তবতা বোঝেন ৩০ বছর বয়সী এমন কোনো তরুণীই তার স্বপ্নের নায়কের এই গুণগুলো লিপিবদ্ধ করে রেখেছেন।

ব্লেয়ার নিজের হবু প্রেমিক হিসেবে পপতারকা জাস্টিন বিবারকে পছন্দ করলেও ব্রুক আরও হ্যান্ডসাম প্রেমিক চান!

হয়তো প্রেমের প্রস্তাব দেওয়ার সময় যাতে আবেদনের সৃষ্টি হয় অথবা প্রেম নিশ্চিত হওয়ার পর চিঠি বা চিরকুট লেখার কথা মাথায় রেখে প্রথম শর্তই রাখা হয়েছে হবু প্রেমিকের ‘হাতের লেখা সুন্দর হতে হবে’।

নিজের কথাই যাতে সবসময় শুনিয়ে না যায় এবং প্রেমিকার কথা শোনে এ জন্য আরেক শর্ত রাখা হয়েছে তাকে ‘শুনতে হবে’ (হয়তো ধৈর্য ধরে কথা শোনার ক্ষমতার কথা বলা হয়েছে)। রাখা হয়েছে অপরের প্রতি ‘শ্রদ্ধাবোধ থাকা’র শর্তও। আর সুন্দর করে ডাকা যায় সেজন্য হবু প্রেমিকের ‘ডাকনামটি যেন বিদঘুটে না হয়’ সে শর্তও জুড়ে দেওয়া হয়েছে ওই নোটে।

‘আন্ডার টেন’ বয়সের কথা আবারও বলতে হচ্ছে এই কারণে যে, ওই দুই শিশু ভবিষ্যতের বাস্তবতার কথা মাথায় রেখে নিজেদের স্বপ্নের নায়কের এমন কিছু গুণ লিখে রেখেছে যেটা সত্যিই সবাইকে অবাক করার মতো।

কিড নোট পড়ে দেখা যায়, ওই শিশুরা এমন কাউকে বিয়ে করতে চায় ‘যে অপরকে সম্মান করতে জানে, স্বাস্থ্যকর খাবার ও পানীয় খায়, ভালো চাকরি করে, প্রেমিকাকে হাসাবে এবং নিজে সবসময় হাসিখুশি থাকবে’।

চলচ্চিত্রের নায়িকাদের মতো ওই দুই শিশুরও চাওয়া, তাদের হবু প্রেমিকের ‘চেহারায় মায়া থাকতে হবে, পোশাক-আশাক ভালো ও মার্জিত হবে এবং সেই প্রেমিক অবশ্যই প্রথম দেখাতেই কিস করতে চাইবে না’।

এছাড়া, কেউ ওই দুই শিশুর প্রেমিক হতে হলে অবশ্যই তার ‘সব কিছুতেই নাক গলানো চলবে না এবং কোনো কিছুতেই লেজজুড়ে দেওয়া যাবে না’।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।