ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্বপ্নচরী মূর্তি মানবকে ভেতরে নিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৪
স্বপ্নচরী মূর্তি মানবকে ভেতরে নিন

ঢাকা: অর্ধনগ্ন স্বপ্নচর মূর্তি মানবকে নিয়ে চলছে বিতর্ক। যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজে (শতভাগ নারীদের শিক্ষা প্রতিষ্ঠান) এই মূর্তি মানব ক্যাম্প‍াসের উন্মুক্ত চত্বরে থাকা না থাকার বিষয় নিয়ে চলছে এ বিতর্ক।

 

এমনকি অনলাইনে এ নিয়ে একটি পিটিশনের চালু করেছে ওই ক্যাম্পাসের শিক্ষার্থীরা।
839
ওয়েলেসলি কলেজের সভাপতি কিম বোটোমলি ও ডেভিস মিউজিয়ামের পরিচালক লিসা ফিকম্যানকে উদ্দেশ্য করে ‘এক বাক্যে’ একটি প্রস্তাব দেওয়া হয়েছে পিটিশনে। প্রস্তাবটি হলো- স্বপ্নচরী মূর্তি মানবকে ডেভিস যাদুঘরের ভেতরে নিয়ে যান (Move the "Sleepwalker" Inside the Davis Museum)

বাংলাদেশ সময় রাত ৩টার দিক পর্যন্ত এ পিটিশনে সমর্থন দিয়েছেন প্রায় সাড়ে সাতশ জন।  

বাংলাদেশ সময়: ০২৫৪, ফেব্রুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।