ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেকারত্বের বিরুদ্ধে বসনিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৪
বেকারত্বের বিরুদ্ধে বসনিয়ায় বিক্ষোভ

ঢাকা: সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে বসনিয়া-হার্জেগোভিনার জনগণ। ১৯৯২-৯৫ সালে দেশটিতে যুদ্ধের পর এটাই সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে জানিয়েছে বিবিসি অনলাইন।


গত তিন দিন ধরে এই বিক্ষোভ অব্যাহত রয়েছে। উচ্চমাত্রায় বেকারত্বের রোধে সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এমন দাবি করে আন্দোলনকারীরা বিক্ষোভ করছে।

বিক্ষোভকারীরা সরকারি বিভিন্ন কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। সারাজেভোর প্রেসিডেন্সি ভবন থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
পুলিশ আন্দোলন রুখতে রাবার বুলেট ও টিয়ারগ্যাস ব্যবহার করছে। বিক্ষোভ দেশটির রাজধানী সারাজেভো থেকে উত্তরাঞ্চলীয় শহর তুঝলায় ছড়িয়ে পড়েছে।


বসনিয়ার প্রায় ৪০ ভাগ মানুষ বেকার। নিহাদ কারাক নামে একজন নির্মাণকর্মী বার্তা সংস্থা এএফপিকে জানায়, মানুষ বিক্ষোভ করছে কারণ তারা ক্ষুধার্ত, তাদের কাজ দরকার। আমরা সরকারের পদত্যাগ চাই।

 

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।