ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে আদালতে স্প্যানিশ রাজকন্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৪
দুর্নীতির অভিযোগে আদালতে স্প্যানিশ রাজকন্যা

ঢাকা: স্বামীর ব্যবসায়িক দুর্নীতিতে জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদের জবাব দিতে আদালতে উপস্থিত হয়েছেন স্প্যানিশ রাজকন্যা প্রিন্সেস ক্রিস্টিনা।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জবাব দিতে দেশটির ভূ-মধ্যসাগর অঞ্চলের দ্বীপপুঞ্জ পামার রাজধানী ম্যাজোরসাঁর আদালতে উপস্থিত হয়েছেন ৪৮ বছর বয়সী ক্রিস্টিনা।



স্বামীর ব্যবসায়িক লেনদেনে অস্বচ্ছতা ও রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসাতের ব্যাপারে তাকে কয়েকডজন প্রশ্ন করবেন সংশ্লিষ্ট আদালতের বিচারপতি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, কোনো অপরাধ তদন্তের বিষয়ে জড়িয়ে এই প্রথম স্প্যানিশ রাজপরিবারের কোনো সদস্যকে আদালতের কাঠগড়ায় উপস্থিত হতে হলো। তবে, জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে কিনা বা কখন শুরু হবে এ ব্যাপারটি স্পষ্ট করেনি সংবাদ মাধ্যমগুলো।

স্পেনের রাজা জ্যাঁ কার্লোস হচ্ছেন দেশটির সর্বোচ্চ অধিপতি। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠা তার কনিষ্ঠ কন্যা প্রিন্সেস ক্রিস্টিনা ও জামাতা ইনাকি আর্তদাঙ্গারিনকেও ছাড় দেয়নি দেশটির স্বচ্ছ আইনি প্রক্রিয়া।

রাজকন্যার স্বামী ইনাকি আর্দাঙ্গারিনের বিরুদ্ধে সরকারি কোষাগার থেকে কয়েক লাখ ইউরো লোপাটের অভিযোগ রয়েছে।

যদিও নিজেদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন ক্রিস্টিনা-ইনাকি দম্পতি।

আইনজীবীর‍া জানান, রাজকন্যার উপস্থিতিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট আদালতে বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত হয়েছেন।

তবে, আদালত ভবনের অপর পাশ থেকে বেশ কিছু বিক্ষোভকারীর চেঁচামেচির শব্দও শোনা গেছে।

অভিযোগ ওঠার পর থেকেই স্প্যানিশ রাজকন্যা ও তার স্বামীর অর্থ লেনদেন, ব্যবসায়িক লেনদেন প্রভৃতি বিষয়ে খবর জানিয়ে যাচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, রাজকন্যা বা তার স্বামী দোষী হোন বা না হোন, অর্থ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর ঐতিহ্যবাহী ও ক্ষমতাধর রাজপরিবারের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।