ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আমিরাতে পান খাওয়ায় কঠোরতা

দুবাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
আমিরাতে পান খাওয়ায় কঠোরতা

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে পান খাওয়া নিষিদ্ধ নতুন খবর নয়। আমিরাত সরকার আগে পান খাওয়ার ব্যাপারে সতর্ক না থাকলেও এবার দেশটিতে ‘ওয়ার্ল্ড এক্সপো ২০২০’ ভেন্যু নির্বাচিত হওয়ার পর পান রসিকদের নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর হয়ে উঠেছে আমিরাত সরকার।



বাংলাদেশিরা ছাড়াও আমিরাতে বসবাসরত বিভিন্ন দেশের জনগোষ্ঠীর কাছে পানের ব্যাপক কদর রয়েছে। অনেকের কাছে পান খাওয়া নেশায় পরিণত হয়েছে।

মিউনিসিপ্যালিটি অফ দুবাইয়ের এক পরিসংখ্যাণে উঠে এসেছে- বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি ও শ্রীলংকানদের কাছেও এটি জনপ্রিয়।


আবুধাবি, দুবাই, আজমান, ফুজাইরাহ, শারজাহ,  রাস আল-খাইমাহ এবং উম্ম আল-কাইওয়াইন এসব এলাকার অনেক ভবনের নিচের অংশে পানের পিকের ছাপ পাওয়া যায়। অনেক বাংলাদেশি গোপনে পানের ব্যবসাও করে যাচ্ছেন।

এছাড়া রাস্তার মোড়ে, মার্কেটের পাশে বিভিন্ন অলি-গলিতে অনেক বাংলাদেশি পান ব্যবসা করে যাচ্ছেন।   আমিরাত সরকার এ নিয়ে কোন ব্যবস্থা নেন না।

কিন্তু সরকারের আপত্তি পান খেয়ে যত্রতত্র পিক ছুড়ে ফেলায় নগরের সৌন্দর্য ব্যাহত হচ্ছে। এটাই আপত্তির কারণ। আগে আমিরাত সরকার কঠোর না হলেও এখন রাখা হয়েছে জেল-জরিমানার মত কঠোর বিধান।

বাংলাদেশ সময়:  ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।