ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সবচেয়ে দয়ালু জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
যুক্তরাষ্ট্রে সবচেয়ে দয়ালু জাকারবার্গ

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দয়ালু ব্যক্তির খেতাব পেয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান। তাদের ফেসবুক স্টকের মোট ১৮ মিলিয়ন শেয়ার দান করে তারা সর্বোচ্চ দানশীলের মর্যাদা পান।



১৮ মিলিয়ন শেয়ারের আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ৯৭০ মিলিয়ন মার্কিন ডলার। এ অর্থের পুরোটাই তিনি সিলিকন ভ্যালির একটি অলাভজনক প্রতিষ্ঠানকে দান করেছেন।

ওয়াশিংটন ভিত্তিক দ্বি-সাপ্তাহিক পত্রিকা ‘দ্য ক্রোনিকল অব ফিলানট্রফি’ সোমবার তাদের বার্ষিক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান নিয়ে কাজ করা এই পত্রিকাটি ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০ জনের তালিকায় জাকারবার্গ দম্পতিকে শীর্ষে রাখে।

এই ৫০ জন গত বছরে মোট ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার বিভিন্ন দাতব্য সংস্থাকে দান করেন। তারা আরো ২ দশমিক ৯ বিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

ক্রোনিকল অব ফিলানট্রফি এর সম্পাদক বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা দান করছেন তারা সবাই জীবিত। তাছাড়া গতবছর যে পরিমাণ অর্থ এসেছে তা আগের দুই বছরের সমান।

দানের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন টেক্সাসের রিয়েল এস্টেট এবং এনার্জি টাইকুন জর্জ মিশেল। তৃতীয় অবস্থানে রয়েছেন নাইক চেয়ারম্যান ফিলিপ নাইট ও তার স্ত্রী। চতুর্থ অবস্থানে সাবেক নিউইয়র্কের মেয়র মিকাইল ব্লুমবার্গ।

তবে বিল গেটসের মতো অনেক শীর্ষ ধনীই তালিকায় শীর্ষস্থান দখল করতে পারেননি। কারণ তারা যে পরিমাণ দানের প্রতিশ্রুতি দিয়েছেন তা করেননি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।