ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় প্ল্যান্ট বন্ধের ঘোষণা টয়োটার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
অস্ট্রেলিয়ায় প্ল্যান্ট বন্ধের ঘোষণা টয়োটার

ঢাকা: জাপানের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ২০১৭ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ায় গাড়ি ও ইঞ্জিন তৈরি বন্ধ করে দিচ্ছে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়।

সর্বশেষ কোনো বিদেশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে টয়োটা এ সিদ্ধান্তের কথা জানালো।



পাশাপাশি অস্ট্রেলিয়ায় টয়োটার গাড়ি বিক্রয়ে যে ভর্তুকি দেওয়া হতো তা বন্ধ করে দেওয়াসহ প্রযুক্তি ও কারিগরি উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া কথাও জানিয়েছে টয়োটা।

প্ল্যান্ট বন্ধ করে দেওয়ার বিষয়ে টয়োটা জানায়, উৎপাদন খরচ বৃদ্ধির ফলে প্ল্যান্ট বন্ধ করে দেওয়ার মতো ‘পেইনফুল’ সিদ্ধান্ত নিতে হলো।

এ বিষয়ে টয়োটা মোটর কোম্পানির প্রেসিডেন্ট আকিও টয়োডা বলেন, আমরা বিশ্বাস করতাম অস্ট্রেলিয়ায় টয়োটার উৎপাদন অব্যাহত রাখতে পারবো। কিন্তু অস্ট্রেলিয়ান ডলারের মান বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় আমাদের এ কঠিন সিদ্ধান্ত নিতে হলো।

গত বছর ফোর্ড ও জেনারেল মটরস (হোল্ডেন) অস্ট্রেলিয়ার তাদের উৎপাদন বন্ধের ঘোষণা দেয়।

টয়োটা ১৯৬৩ সালে অস্ট্রেলিয়ায় গাড়ি উৎপাদন শুরু করে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।