ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনে বন্যায় হুমকির মুখে হাজার হাজার বাড়িঘর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
ব্রিটেনে বন্যায় হুমকির মুখে হাজার হাজার বাড়িঘর

ঢাকা: ব্রিটেনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় টেমস নদীর তীরবর্তী হাজার হাজার বাড়িঘর হুমকির মধ্যে পড়েছে।

বন্যার পানি ক্রমশ বাড়ছেই। টেমস নদীর তীরে আছড়ে পড়ছে এ পানি।

শত শত বছর ধরে টেমস লন্ডনকে সুরক্ষা দিয়ে আসছে। কিন্তু এবারের বন্যায় টেমসের তীরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

ব্রিটেনের এনভায়রনমেন্ট এজেন্সি এ পর্যন্ত বন্যার ১৪টি সতর্কীকরণ বার্তা জারি করেছে। এর মানে হচ্ছে বন্যায় জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিছু কিছু অঞ্চল ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে। পশ্চিম লন্ডনের সারে ও বার্কশায়ার বন্যায় অতিমাত্রায় আক্রান্ত।

হাউজ অব কমনসে একজন মন্ত্রী বন্যার সার্বিক পরিস্থিতি জানিয়ে শিগগিরই ব্রিফ করবেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।