ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মোরগলড়াই ঠেকাতে অভিযান, আটক ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪
যুক্তরাষ্ট্রে মোরগলড়াই ঠেকাতে অভিযান, আটক ৮

ঢাকা: ‘নিষ্ঠুর’ মোরগলড়াই ঠেকাতে এবং এই ‘নিষ্ঠুরতার কুসংস্কৃতি’র হোতাদের আটক করতে যুক্তরাষ্ট্রে ‘অপারেশন অ্যাংরি বার্ডস’ শুরু করেছে প্রশাসন। সম্প্রতি নিউইয়র্কের দু’টি এলাকায় এ অভিযান চালিয়ে আট জনকে আটক করা হয়।

একইসঙ্গে উদ্ধার করা হয় ৩০০০ হাজারের অধিক মোরগ।

প্রাণী অধিকার সংরক্ষণ বিষয়ক সংস্থা আমেরিকান সোসাইটি ফর দ্য প্রেভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিম্যালস’র (এএসপিসিএ) সহায়তায় মোরগলড়াইস্থল ও একটি পোলট্রি ফার্মে এ অভিযান চালায় পুলিশ ও অন্য আইন প্রয়োগকারী সংস্থা।

পৃথক স্থান থেকে আটক আটজনের বিরুদ্ধেই গুরুতর অপরাধেরও অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী। দোষী প্রমাণিত হলে আটক ব্যক্তিদের ৪ বছর করে কারাভোগ করতে হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র জানায়, শহরের একটি এলাকায় মোরগলড়াই চলাকালে ওয়ারেন্টভুক্ত পাঁচ ব্যক্তিসহ ৭০ দর্শনার্থীকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। অভিযুক্ত পাঁচজনকে আটকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

এছাড়া, পৃথক অভিযান চালিয়ে ব্রুকলিনের একটি এলাকায় জেরেমিয়াস নিয়েভেস নামে এক ব্যক্তির কাছ থেকে আরও আরও ৫০টি মোরগ উদ্ধার করা হয়। আটক করা হয় তাকেও।

এছাড়া, প্রায় একইসময় একটি পোলট্রি ফার্মে অভিযান চালিয়ে খাঁচায় বন্দি থাকা ৩ ‍হাজার মোরগ উদ্ধার করা হয়। এখান থেকে ফার্মের ম্যানেজার ম্যানুয়েল ক্রুজ, জেসাস ক্রুজকে আটক করা হয়।

নিউইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল এরিক টি. শ্নেইডারম্যান বলেন, মোরগলড়াই নিষ্ঠুর খেলা, এটা প্রাণী নির্যাতনের ঘৃণ্য ও বর্বর পদ্ধতি। এই খেলা জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্যও ক্ষতিকর এবং এর মাধ্যমে অন্য অপরাধগুলোও সক্রিয় হয়ে ওঠে।

এএসপিসিএ’র প্রেসিডেন্ট ম্যাথু ই. বারশাদকার বলেন,  শখের বশে নিষ্ঠুরতার ভয়ংকর শিকার হচ্ছে প্রাণীকূল। এগুলো বন্ধ করা দরকার

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।