ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারত নতুন নৌপথ!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪
বাংলাদেশ-ভারত নতুন নৌপথ!

ঢাকা: ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে ঢাকাকে নতুন নৌপথ তৈরির জন্য আহ্বান জানাবে নয়াদিল্লি। অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে এ দাবি জানালেও খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ নৌপথ তৈরির কথা বলবে ভারত।



ভারতের একটি সংবাদ মাধ্যম দেশটির কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ওই সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ভারতের উত্তরপূর্বাঞ্চল ও বাংলাদেশের মধ্যকার প্রস্তাবিত নৌপথটি দু’দেশের বাণিজ্য ও অর্থনীতিকে মজবুত করবে। জাহাজের সাবলীল চলাচলের জন্য নৌপথটি গভীর নাব্যতাসম্পন্ন হবে।

ত্রিপুরার পরিবহন অধিদপ্তরের সচিব কিশোর আম্বুলি বলেছেন, এরইমধ্যে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক্স সার্ভিসেস (আরআইটিইএস) ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে নতুন নৌপথের সম্ভাব্যতা যাচাইয়ে একটি জরিপ চালিয়েছে।

তিনি জানান, ভারত খুব শিগগিরই নতুন নৌপথ তৈরির প্রস্তাব বাংলাদেশ সরকারকে কাছে পেশ করবে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-বাংলাদেশের মধ্যে ভূখণ্ডগত সীমানা ২ হাজার ৭৯৭ কিলোমিটার এবং নৌসীমান্ত এক হাজার ১১৬ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।