ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লেনিনকে সমাহিত করার পক্ষে রাশিয়ার জনগণ

জাকির হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১
লেনিনকে সমাহিত করার পক্ষে রাশিয়ার জনগণ

ঢাকা: রাশিয়ার ক্ষমতাসীন দলের করা অনলাইন জরিপে দেখা গেছে রাশিয়ার অধিকাংশ জনগণ ভ্লাদিমির ইলিচ লেনিনের মরদেহ সমাহিত করতে চান। প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ জরিপে অংশ নেন।

জরিপে অংশ নেওয়াদের দুই-তৃতীয়াংশই মনে করেন লেনিনকে এখন সমাহিত করা উচিত। খবর বিবিসি অনলাইনের।

বিপ্লবী এ নেতার মমি মস্কোর রেড স্কয়ারের  সমাধিতে প্রদর্শন করে রাখা আছে। ১৯২৪ সালে ২১ জানুয়ারি মৃত্যুর পর থেকে মরদেহটি সেখানে আছে।

রাশিয়ার ক্ষমতাসীন দলের সাংসদ এবং প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার কয়েকজন সদস্য শনিবার বেসরকারিভাবে ওই জরিপটি পরিচালনা করেন।

দলের এক নেতা ভ্লাদিমির মেদিনোভস্কি ওয়েবসাইটের জরিপে উল্লেখ করেছেন, এটা সবারই জানা যে, মৃত্যুর পর নিজেকে এভাবে কোনো সমাধিতে প্রদর্শন করানোর পরিকল্পনা করেননি লেলিন।

তবে দলের শীর্ষস্থানীয় নেতা আন্দ্রে ভোরোবয়েভ লেনিনকে সমাহিত করার বিরোধী। রিয়োনোভস্কি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা দলের কয়েকজন নেতার উদ্যোগ। কিন্তু তা সমাজের গরম খরব নয়। ’

তবে প্রধানমন্ত্রী পুতিনের মতে দেশের জনগণ এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।