ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীন-তাইওয়ানের ঐতিহাসিক আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪
চীন-তাইওয়ানের ঐতিহাসিক আলোচনা শুরু

ঢাকা: চীন ও তাইওয়ানের মধ্যে ঐতিহাসিক আলোচনা শুরু হয়েছে। ১৯৪৯ সালে চীন-তাইওয়ানের যুদ্ধের পর মঙ্গলবার প্রথমবারের মতো দুই কর্তৃপক্ষের সরকারের উচ্চ কর্মকর্তাদের পর্যায়ের এ বৈঠক শুরু হল।



চীনের জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংতে ৪দিনব্যাপী বৈঠকের প্রথম দিন দুই দেশের শীর্ষ কর্মকর্তা ওয়াং উচি ও ঝেং ঝিউন উপস্থিত ছিলেন।

চীনের তাইওয়ান বিষয়ক কর্মকর্তা ঝেং বলেন, আগে কখনো ভাবিনি আমরা এভাবে একত্রিত হয়ে আলোচনা করতে পারব।

এই আলোচনা ভবিষ্যতে বিভিন্ন চুক্তি করতে দুই দেশকে সহায়তা করবে বলেই মনে হচ্ছে।

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে বেশ কয়েকবার দ্বন্দ্বেও জড়িয়েছে যুক্তরাষ্ট্র।

চীন তাইওয়ানকে নিজের দেশের অংশ হিসেবে মনে করে। তবে তাইওয়ান চাচ্ছে, চীনের বলয় থেকে বেরিয়ে আসতে।

তাইওয়ানকে নিজের অখন্ড ভূখণ্ডের অংশ হিসেবে মনে করে চীন।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।