ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যামেরায় আদিবাসীদের জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪
ক্যামেরায় আদিবাসীদের জীবন

ঢাকা: ছবির নেশায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়েছেন বৃটিশ আলোকচিত্রী জিমি নেলসন। বিশ্বের নৈসর্গিক সৌন্দর্য্য যেমন দুই চোখ ভরে দেখেছেন তেমনি ধারন করেছেন ক্যামেরায়।



মূলত বিলুপ্তপ্রায় আদিবাসীদের জীবন- কর্ম নিয়েই আগ্রহ তার। তাইতো ভ্রমণকালে বিশ্বের ২৯ প্রজাতির আদিবাসীদের গতিবিধি এবং তাদের জীবন ধারনের নানা চিত্রও তুলে এনেছেন তিনি।

এসব চিত্র ধারণ করতে তিনি ব্যবহার করেন ৫০ বছরের পুরনো সেই প্লেইট ফিল্ম ক্যামেরা। যাতে করে আদিবাসীদের সঠিক পরিবেশ ও স্বচ্ছতার ছবি ফুটে ওঠে।

পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাওয়ার আগেই আদিবাসীদের স্মৃতি ধরে রাখতে ‘বিফর দে পাস অ্যাওয়ে’ নামে একটি বইও লিখেছেন।



কাজাখ: তিনজন কাজাখ উপজাতি তাদের শিকারি বাজ পাখিসহ ঘোড়ার ওপর বসে আছে। কাজাখরা টার্কিক, মঙ্গোলীয় ও ইন্দো-ইরানীয় উপজাতিদের উত্তর পুরুষ।



দ্রুকপা: মাত্র আড়াই হাজার দ্রুপকা বাস করে ভারত ও পাকিস্তানের তিনটি ছোট গ্রামে। তারা খোলা উন্মক্ত চুম্বন খাওয়া ও স্ত্রী পরিবর্তনের জন্য বেশ পরিচিত।



তিব্বতীয়: তিব্বতে এক দল বৌদ্ধ ভিক্ষু তাদের ঐহিত্যবাহী পোশাক পড়ে আছে।  



হিম্বা: নামিবিয়ার উত্তরাঞ্চলীয় শুষ্ক পরিবেশে তারা বসবাস করে। দলবদ্ধভাবে তারা তাবু গেড়ে বাস করে।  



লাদাখ: লাদাখ উপজাতিরা ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য জম্মু কাশ্মিরের শীত প্রবণ এলাকায় বাস করে।

বাংলাদেশ সময়: ০৩৫৯  ঘণ্টা, ফেব্রুয়ারি  ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।