ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় আত্মঘাতী বোমা হামলা: বিশ্বনেতাদের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১
রাশিয়ায় আত্মঘাতী বোমা হামলা: বিশ্বনেতাদের নিন্দা

ওয়াশিংটন: রাশিয়ার রাজধানী মস্কোর ব্যস্ততম দোমোদেদোভো বিমানবন্দরে সোমবার আত্মঘাতী হামলার ঘটনায় বিশ্বনেতারা নিন্দা জানিয়েছেন। খবর এএফপির।



এ হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং  ১৫২ জন আহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই হামলাকে ‘জঘন্য’ এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন হামলাটিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস জানান, ‘প্রেসিডেন্ট ওবামা এই মর্মান্তিক হামলার তীব্র নিন্দা জানান। ’

ওবামা আরও বলেন, ‘রাশিয়ার সরকারের এ বিষয়ে যে কোনো ধরনের সাহায্য প্রয়োজন হলে, তা তাৎক্ষণিকভাবে দেওয়া হবে। ’

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক মহাসচিব বান কি মুনের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সোমবারের হামলায় বহু মানুষের নিরপরাধ মৃত্যু দুঃখজনক। ’ তিনি এ সহিংসতার তীব্র নিন্দা জানান।

অপরদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘সন্ত্রাসীদের কখনোই জয়ী হতে দেওয়া হবে না। ’

এদিকে, ফ্রান্স এবং জার্মানিও বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে।

চীন, পাকিস্তান, ইসরায়েল, অস্ট্রেলিয়াসহ আরও অনেক দেশ রাশিয়ায় আত্মঘাতি হামলায় তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছে।

উল্লেখ্য, হামলার ঘটনায় দেশজুড়ে চলাচল স্থানগুলোয় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

এরআগে, ২০১০ সালের ২৯ মার্চ মস্কো মেট্রোতে দুইজন নারী আত্মঘাতি হামলা চালায়। ওই হামলায় ৪০ জন নিহত এবং শতাধিক আহত হয়। উত্তর ককেশাস অঞ্চলের মুসলিম জঙ্গিরা রাশিয়ার রাজধানীতে প্রায়ই হামলা চালায়।


বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।