ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোট-ব্যাগ খেয়ে পোলার ভালুকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪
কোট-ব্যাগ খেয়ে পোলার ভালুকের মৃত্যু

ঢাকা: ঘেরে দর্শনার্থীদের ফেলে যাওয়া কোট ও ব্যাগ খেয়ে মৃত্যু ঘটেছে এক পোলার ভালুকের। জার্মানির স্টুটগার্টের একটি চিড়িয়াখানায় ঘটেছে এ ঘটনা।



উইলহেলমা চিড়িয়াখানার অ্যান্টন নামের ভালুকটির বয়স হয়েছিল ২৫ বছর। কাণ্ডজ্ঞানহীন দর্শনার্থীদের ফেলে যাওয়া কোট ও ব্যাগ খেয়ে কয়েকদিন ধরে অসুস্থতায় ভোগার পর মঙ্গলবার মারা যায় অ্যান্টন।

তাকে বাঁচানোর সব রকমের চেষ্টা চালায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অবশেষে ওষুধ খাওয়ানোর মাধ্যমে কোট ও ব্যাগের কিছু উদগিরণ করায়। কিন্তু অনেক দেড়ি হয়ে গেছে।

এর আগেও ঘেরে দর্শনার্থীদের ফেলা যাওয়া বস্তু-সামগ্রী খেয়ে দু’টি প্রাণীর মৃত্যু হয়েছিল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পোশাক খেয়ে মারা না গেলে ভালুকটি আরও ১০ থেকে ১৫ বছর বেঁচে থাকত।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।