ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এই গাধাটার সবচেয়ে বেশি বয়স!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১
এই গাধাটার সবচেয়ে বেশি বয়স!

লন্ডন: যে বছর বিখ্যাত ব্রিটিশ গায়ক টমি স্টিল জনপ্রিয়তায় তালিকার শীর্ষে অবস্থান করছেন এবং রাশিয়া মহাশূন্যে স্পুটনিক পাঠিয়েছে, সেই একই বছর তার জন্ম। আর যে মহাশয়ের কথা বলা হচ্ছে সে একজন গাধা।



বর্তমানে ৫৪ বছর বয়সী সেই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী গাধা ।  

ধারণা করা হয়, ১৯৫৭ সালে ইয়োরে নামের প্রৌঢ় গাধাটির জন্ম। আর এখন গিনেস রেকর্ড বইয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক গাধার খেতাব অর্জনের দৌড়ে রয়েছে।

উইনি দ্য পুহ নামের কার্টুন চরিত্রের নামানুসারে নাম রাখা এ গাধাটি স্বাভাবিকভাবেই অন্যান্য গাধার তুলনায় অনেক বেশি বছর ধরে জীবিত আছে। কেননা অন্যদের গড় আয়ুষ্কাল ২৫ থেকে ৩০ বছরের বেশি না।

তবে একে একে সঙ্গীদের হারিয়ে ইয়োরে উইনি দ্য পুহর মতোই বিষন্নতায় আক্রান্ত। তারপরও যদি সে কথা বলতে পারতো তাহলে আজকের দিনের জন্য হয়তো বলতো, ‘আমার দিকে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!’

ইয়োরের বর্তমান মালিক সেলউইন ডেমি চলতি মাসের প্রথমে তাকে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেশায়ার কাউন্টির মট্রান সেন্ট অ্যান্ড্রুজ গ্রামে নিয়ে যান। সেখানে ডেমির মালিকানাধীন প্রাণীদের জন্য একটি আশ্রয়স্থল রয়েছে। আর সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন ইয়োরের আগের দুই প্রভুর কাছে একসঙ্গে ইয়োরে মোট ৫০ বছর অতিবাহিত করেছে।  
 
তবে প্রকৃত অর্থে ইয়োরে ডার্বিশায়ারের ডিজলিতে একটি পরিবারের সঙ্গে ছিলো। তখন সেই পরিবারের ২০ বছরের এক তরুণী তার দেখাশোনা করতো। বর্তমানে সেই তরুণীই ৭২ বছরের বৃদ্ধা এবং এ থেকেই প্রমাণিত হয় যে আইয়োরের বয়স ৫০ ছাড়িয়েছে।

তবে তার দ্বিতীয় আবাসস্থলে ইয়োরে নিঃসঙ্গ জীবনযাপন করছিল বলে সেলউইনের এক বন্ধু ট্রেভর সিট্রি (৫১) জানান।

পরবর্তীতে তার নিঃসঙ্গতা কাটাতে সেলউইন অ্যান্ডি ও প্যান্ডি নামের দুটি ছাগল নিয়ে আসেন।   এরপর থেকে ইয়োরে ও অ্যান্ডি, প্যান্ডির মধ্যে গলায় গলায় বন্ধুত্ব জমে ওঠে। তাদের আলাদা অসম্ভব বলেই মনে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।