ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে হাজার হাজার মানুষ ঘরছাড়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে হাজার হাজার মানুষ ঘরছাড়া

ঢাকা: ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগ্নেয়গিরি উদগীরণ হয়েছে। এর ফলে প্রায় ২ লাখ মানুষকে তাদের বসতবাড়ি ছাড়তে হচ্ছে।



দেশটির পূর্ব জাভা উপকূলে মাউন্ট কেলাদ আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার কারণে ইতোমধ্যে হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন। নির্গত লাভা আশেপাশের প্রায় ৮০ মাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

 এর ভয়াবহতা এতই বেশি যে কোনো কোনো শহরে ৪ সে.মি পর্যন্ত ভস্মে (অ্যাশ) ঢাকা পড়েছে।

প্রাকৃতিক এই দুর্যোগের কারণে দেশটির তিনটি প্রধান বিমানবন্দ সুবায়া, সোলো, জোগিকার্তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সরকারের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার অগ্ন্যুপাতের একঘন্টা আগে ৩৬টি গ্রাম থেকে লোকজনকে সরে যেতে বলা হয়ে। জানা গেছে, এই ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। তবে দায়িত্বশীল সূত্র থেকে তথ্যটি নিশ্চিত করা হয়নি।

ইন্দোনেশিয়ার ভলকানো এন্ড জিওলজি এজেন্সির প্রধান হেন্ড্রাসটো বলেন, ভয়াবহতার মাত্রা ধীরে ধীরে কমে আসছে।

এর আগে ১৯৯০ সালে একই কারণে প্রায় অর্ধশত মানুষ মারা যায়। ১৯১৯ সালে ৫ হাজার লোক মারা যান। ইন্দোনেশিয়া  ভূ-তাত্ত্বিকভাবে বেশ কয়েকটি ফল্ট-লাইনে উপর অবস্থিত। সেখানে ১৩০টির বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।