ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১ হাঙ্গর শিকারেই জরিমানা ১৮ হাজার ডলার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪
১ হাঙ্গর শিকারেই জরিমানা ১৮ হাজার ডলার!

ঢাকা: সংরক্ষিত প্রজাতির একটি সাদা হাঙ্গর শিকার করায় অস্ট্রেলিয়ায় এক ব্যক্তিকে ১৮ হাজার ডলার (প্রায় ১২ লাখ ৪৪ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে অভিযুক্ত করে ‍নর্থ সাউথ ওয়েলসের একটি আদালত।

তাকে সহায়তা করার দায়ে অপর এক ব্যক্তিকেও জরিমানা করে আদালত।

তবে শুধু জরিমানা করেই ক্ষান্ত হয়নি আদালত, অভিযুক্তদের কাছ থেকে উসুল করেছে মামলার খরচাও।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিউ সাউথ ওয়েলসের ডিপার্টমেন্ট অব প্রাইমারি ইন্ডাস্ট্রিজের (ডিপিআই) বিবৃতিতে বলা হয়, সমুদ্র থেকে কম বয়সী হাঙ্গরটিকে অল্প গভীরতার পানিতে তাড়িয়ে নিয়ে আসেন অভিযুক্ত ব্যক্তি। এক পর্যায়ে তার ওপর দিয়ে নৌকা চালিয়ে দেন তিনি। পরে হাঙ্গরটিকে লেজে রশি বেঁধে নৌকায় তোলা হয়। সেখানেও একটি লোহার ডান্ডা দিয়ে হাঙ্গরটির মাথায় কয়েকবার আঘাত করা হয়। এতে মারা যায় হাঙ্গরটি।

অস্ট্রেলিয়ার জলসীমায় বিলুপ্তপ্রায় সাদা হাঙ্গর শিকার নিষেধ। এসব সাদা হাঙ্গর স্থানীয় বাস্তুসংস্থানে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে আসছে অসি সরকার।

হাঙ্গর শিকারের অপরাধে অস্ট্রেলিয়ায় প্রথম জরিমানার ঘটনা নয়। ২০১২ সালের জানুয়ারিতেও একই অপরাধে সিডনিতে জরিমানা করা হয়েছিলো এক ব্যক্তিকে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।