ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুলিশকে কামড়ানোয় কুকুর আটক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
পুলিশকে কামড়ানোয় কুকুর আটক!

ঢাকা: ভারতের উত্তর প্রদেশ সত্যিই উদ্ভট এলাকা! কয়েকদিন আগে প্রদেশের মন্ত্রী আজম খানের খোয়া যাওয়া মহিষ খুঁজতে প্রদেশের আনাচে-কানাচে পুলিশের তল্লাশি চালানোর খবর পাওয়া গিয়েছিল। এবার প্রদেশটির বুলান্দশাহর জেলায় ঘটেছে এক কাণ্ড, জেলা পুলিশকে ঘিরে ঘটেছে উদ্ভট এ কাণ্ড।



সাবেক এক পুলিশ সদস্যকে কামড়ানোর অভিযোগে একটি কুকুরকে আটক করা হয়েছে। কুকুরের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

নিজ গ্রাম সানোতা ঘুরে দেখার সময় পুলিশের সাবেক পরিদর্শক বিজয় যাদবকে ধাওয়া ও কামড় দিয়েছে কুকুরটি।

কুকুরটির কারণে গ্রামবাসী আতঙ্কিত বলেও অভিযোগ করা হয়েছে।

তিন মাসেরও বেশি সময় ধরে কুকুরের বিরুদ্ধে অভিযোগে ন্যায় বিচারের জন্য লড়ছেন যাদব। ন্যায় বিচার পেতে তিনি জেলা পুলিশ সুপার ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছ লিখিত ‍অভিযোগও করেছেন।

ভারতীয় দণ্ডবিধি ১৮৯ ধারা মোতাবেক কুকুরটি আটক করেছে উত্তর প্রদেশ পুলিশ। এ ধারায় মালিককে তার প্রাণীর প্রতি উদাসীন আচরণ করার অভিযোগে দণ্ড দেওয়া হয়। মালিকের উদাসীন আচরণের কারণে প্রাণী মানুষের ক্ষতি করে-এ অভিযোগে মালিককে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করতে পারে আদালত।

যাদবের অভিযোগ প্রমাণিত হলে কুকুরটির মালিককে গুণতে হবে জরিমানা এবং খাটতে হবে ছয় মাস জেল।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।