ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০ লাখ মৌমাছি হত্যায় পোলিশ নারীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
২০ লাখ মৌমাছি হত্যায় পোলিশ নারীর কারাদণ্ড

ঢাকা: মশা নিধনকারী কীটনাশক ছিটিয়ে ২০ লাখ মৌমাছি হত্যার দায়ে পোলান্ডের এক নারীকে চার মাসের স্থগিত কারাদণ্ডদেশ (সাসপেন্ডেড জেল) দিয়েছে দেশটির এক আদালত।

যথাযথ অনুমোদন না নিয়ে অহেতুক কীটনাশক ব্যবহার করায় জোয়ান্না এস নামের ওই নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

পোলান্ডের সংবাদভিত্তিক ওয়েবসাইট পোলস্কি রেডিও জানিয়েছে, গোপনীয়তা আইনের আওতায় ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

কারাদণ্ডপ্রাপ্ত ওই নারী যে বিষ ব্যবহার করেছেন তা স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত ছিল না। কীটনাশক ছিটিয়ে তিনি ৩৫৮টি মৌচাক নষ্ট করেছেন।

২০১২ সালের বন্যার পর পোলান্ডের বিয়েজ শহরে মশার উপদ্রব ব্যাপকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছে পোলস্কি রেডিও।  

পোলান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের মৌমাছি চাষী সংঘের প্রধান লুজিয়ান ফুরমানেক অভিযোগ করেন, নির্বিচারে কীটনাশক ছিটানো মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

তিনি বলেন, আমি মনে করি আদালতের এ রায়ে অবিবেচকের মতো পরিবেশ বিপর্যয়কারী অন্যান্য কর্মকাণ্ড থামাবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।