ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দ. আফ্রিকার খনিতে দুই শতাধিক শ্রমিক আটকে পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
দ. আফ্রিকার খনিতে দুই শতাধিক শ্রমিক আটকে পড়ার আশঙ্কা

ঢাকা: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি পরিত্যক্ত স্বর্ণ খনিতে অন্তত ২৩০ শ্রমিক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে একথা বলা হয়েছে।



দক্ষিণ আফ্রিকার জরুরি সেবা বিভাগ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তারা খনির উপর দিকে আটকে পড়া ৩০ জনের একটি খনি শ্রমিক দলের সঙ্গে যোগাযোগ করেছে। শ্রমিকরা জানিয়েছে, খনির নিচে আরও ২শ’ জন আটকা পড়েছে।

খনির উপরের অংশে আটকে পড়া ৩০ জনের অবস্থা কিছুটা ভাল হলেও নিচের অংশে আটকে পড়াদের অবস্থা এখনো জানা যায়নি।  

কর্তৃপক্ষ সন্দেহ করছে, বেননি শহরের কাছে অবস্থিত ওই খনিটিতে অবৈধভাবে কাজ করছিল শ্রমিকরা।

জরুরি সেবা বিভাগের এক কর্মী জানায়, খনিটি একটি খোলা মাঠের মাঝখানে অবস্থিত এবং সেখানে কোন সীমানা দেয়াল দেয়া হয়নি।

সেখানে খনির নিচ থেকে সাহায্যের জন্য চিৎকারের শব্দ শুনতে পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে রাখে। সেই সঙ্গে ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা বিশ্বের চতুর্থ বৃহত্তম স্বর্ণ রপ্তানিকারক দেশ। দেশটিতে প্রায়ই খনিতে শ্রমিক আটকা পড়ে নিহতের খবর আসে। এর আগে ২০০৯ সালে হারমনি স্বর্ণের খনিতে আগুন লেগে ৮২ জন মারা যায়।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।