ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রি সিরিয়ান আর্মির সামরিক প্রধান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
ফ্রি সিরিয়ান আর্মির সামরিক প্রধান বরখাস্ত

ঢাকা: সিরিয়ার বাশার বিরোধী বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সামরিক প্রধান জেনারেল সেলিম ইদ্রিসকে বরখাস্ত করা হয়েছে।

সরকারি বাহিনীর বিরুদ্ধে চলমান লড়াইয়ে সাম্প্রতিক ব্যর্থতা ও নেতৃত্বের অদক্ষতার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী সংগঠনটি।



রোববার ইন্টারনেটে প্রচারিত এক ভিডিও বার্তায় বলা হয়, এফএসএ’র সামরিক পরিষদ সেলিম ইদ্রিসের বদলে ব্রিগেডিয়ার আব্দেল আল ইলাহ আল বাসিরকে সামরিক প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।

কর্নেল কাসেম সাদেউদ্দিন নামে এফএসএর শীর্ষ কর্মকর্তা বলেন, বিগত কয়েক মাস ধরে এফএসএর সামরিক কমান্ডে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে তিনি বিদ্রোহীদের কমান্ড স্ট্রাকচার পুনর্গঠনেরও ইঙ্গিত দেন।

এফএসএর একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানায়, যুদ্ধক্ষেত্রে এফএসএ’র সাম্প্রতিক ব্যর্থতার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইদ্রিস। সিরিয়া সংঘাতের শুরুর দিকে ২০১২ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের সামরিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।

তার বিরুদ্ধে ভুল রণকৌশল প্রণয়নের অভিযোগ ছাড়াও মাঠ পর্যায়ে বিদ্রোহী ইউনিটগুলোতে অস্ত্রশস্ত্র-রসদ সরবরাহ ও বিতরণের ক্ষেত্রে অদক্ষতার অভিযোগ তোলা হয়।  

সিরিয়া সংঘাতের শুরুতে পশ্চিমা সমর্থিত এফএসএ’ই ছিলো সবচেয়ে শক্তিশালী ও সংগঠিত বিদ্রোহী বাহিনী। কিন্তু বর্তমানে প্রতিদ্বন্দ্বী অন্যান্য গ্রুপ যেমন জাবাথ আল নুসরা এবং আইএসআইএল’র (আল কায়েদা সমর্থিত ইসলামপন্থি সামরিক গ্রুপ) সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।