ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এশিয়ায় সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ ভারত-পাকিস্তান

স্টাফ করেসপন্ডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
এশিয়ায় সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ ভারত-পাকিস্তান

ঢাকা: ২০১৩ সালে দায়িত্বপালনকালে বিশ্বে ১৩৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে সিরিয়ার নাম উঠে এসেছে।

আর এশিয়ার মধ্যে ভারত-পাকিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা খুবই নাজুক।

লন্ডনভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল নিউজ সেইফটি ইনস্টিটিউট (আইএনএসআই) মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে।

আইএনএসআই এর তথ্যমতে, গত বছর ৬৫ জন সংবাদকর্মী নিহত হওয়ায় সাংবাদিকতা ও গণমাধ্যম কর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে সিরিয়ার নাম ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকার শীর্ষে স্থান পেয়েছে।

সাংবাদিকতার জন্য ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসেবে সিরিয়ার পর ইরাকের অবস্থান। যেখানে গত বছর নিহত হয়েছেন অন্তত ২০ জন সাংবাদিক।   ফিলিপাইনের অবস্থান তৃতীয়। দেশটিতে ২০১৩ সালে ১৪ জন সাংবাদিক নিহত হন।

গত বছর ১৩ জন সাংবাদিক নিহত হওয়ায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ভারত চতুর্থে। ভারতের পরেই অবস্থান পাকিস্তানের। গত বছর দেশটিতে মারা গেছেন ৯ সাংবাদিক।

এর আগে ২০১২ সালে গোটা বিশ্বে ১৫২ জন সাংবাদিক নিহত হয়েছিল বলে তথ্য প্রকাশ করে সংস্থাটি। ওই বছর সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় শীর্ষ পাঁচে ছিল সিরিয়া, সোমালিয়া, নাইজেরিয়া, মেক্সিকো ও পাকিস্তান।

১৯৯৬ সালে আইএনএসআই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কীভাবে কাজ করা যায় সেজন্য সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।