ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাজীব গান্ধী হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪
রাজীব গান্ধী হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্ত স্থগিত

ঢাকা: ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত সাত আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আসামিদের মুক্তি দেওয়ার একদিনের মাথায় নতুন এ সিদ্ধান্ত আসলো।



বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।

এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, আসামিদের মুক্তির বিষয়টি তামিল নাড়ু রাজ্য সরকারের ন্যায়বিচার বিরোধী ও আইনের প্রতি অসমর্থন।

রাজীব গান্ধীকে হত্যা ছিলো ভারতের আত্মার প্রতি আঘাত। সন্ত্রাসীদের প্রতি কোনো সরকার বা দলের নমনীয় হওয়া উচিত নয়, বলেন মনমোহন।

এর আগে বুধবার তামিল নাড়ু রাজ্য সরকার রাজীব গান্ধী হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত সাত আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।

দণ্ডপ্রাপ্তদের ছেড়ে দেওয়ার বিষয়ে বুধবার রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী বলেন, বিষয়টি আমাকে খুবই দুঃখ দিয়েছে।

রাহুল গান্ধী বলেন, ‘আমি মৃত্যুদণ্ডের বিষয়ে ব্যক্তিগতভাবে বিরোধী। যদি রাষ্ট্রপতি হত্যাকারীদের মুক্তি দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায়বিচার আশা করবে?’

আসামি সাতজনই শ্রীলঙ্কার তামিল টাইগার বিদ্রোহী সদস্য।

১৯৯১ সালের ২১ মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরামবুদুরে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী। ওই বিস্ফোরণে রাজীব গান্ধী ছাড়াও আরও ১৪ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।