ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে সংঘর্ষের দায় বিরোধীদের ওপর চাপালেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
ইউক্রেনে সংঘর্ষের দায় বিরোধীদের ওপর চাপালেন প্রেসিডেন্ট

ঢাকা: কিয়েভে সরকার বিরোধী বিক্ষোভে মঙ্গলবারের রক্তক্ষয়ী সংঘর্ষের দায় বিরোধীদের ওপর চাপালেন দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ।

ইউক্রেনে গত নভেম্বর মাস থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ মঙ্গলবার চরম সহিংসতায় রুপ নেয়।

রাজধানী কিয়েভ অবরুদ্ধ করে রাখা বিক্ষোভকারীদের সরাতে ব্যাপক বল প্রয়োগ করে পুলিশ।

এতে সংঘর্ষ বাধলে ১৮ জন নিহত হন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে সাতজন পুলিশও রয়েছেন। সংঘর্ষ শুরু হওয়ার আগে বিরোধী নেতারা প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে সাক্ষাত করেন। কিন্তু তারা সমাধানে পৌঁছতে ব্যর্থ হন।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লেভিভের আঞ্চলিক প্রশাসনিক ভবন ও পুলিশ সদরদপ্তর দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।

ইট-পাটকেলের পাশাপাশি বিক্ষোভকারীরা মটোলভ ককটেলও (পেট্রোল বোমা) ব্যবহার করছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবহার করছে কাঁদানে গ্যাস, ফ্লাশ গ্রেনেড ও জলকামান।

এদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জে কার্নি বলেন, বলপ্রয়োগ সমস্যার সমাধান আনবে না।

সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন তার সহকারী।

ইউক্রেনে সরকারি বিরোধী আন্দোলনে পুলিশসহ নিহত ১৮

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।