ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিজ বোমায় প্রকম্পিত ইরাকের মধ্যাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
সিরিজ বোমায় প্রকম্পিত ইরাকের মধ্যাঞ্চল

ঢাকা: রাজধানী বাগদাদ সহ ইরাকের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে দফায় দফায় গাড়ি বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় মঙ্গলবার প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬ জন।

মঙ্গলবার বাগদাদের তিনটি পৃথক স্থানে আঘাত হানে গাড়ি বোমা।

মারা যায় কমপক্ষে ৯ জন। এ সব হামলায় আহত হন আরও ৫৩ জন। একই দিন দক্ষিণাঞ্চলীয় হিলা শহরে ৪টি গাড়ি বোমা বিস্ফোরণে মারা যান ১৭ জন, আহত হন আরও ৪৩ জন। এছাড়া নিকটবর্তী বায়ায় দু’টি গাড়ি বোমা হামলায় তিন জন প্রাণ হারান। পাশাপাশি আহত হন দশ জন। বাগদাদের বাইরে আনবার প্রদেশের ফালুজায় সুন্নি বিদ্রোহীদের হামলায় মারা যায় ১৩ সেনা।

সোমবার সিরিজ হামলায় বাগদাদে ২৩ জন নিহত হওয়ার ধারাবাহিকতায় মঙ্গলবারের এই হামলা সংঘটিত হলো। বিশ্লেষকদের মতে ইরাকের সাম্প্রতিক সহিংসতা ২০০৮ এর গোষ্ঠীগত সংঘাতের কাছাকাছি মাত্রায় পৌঁছেছে।

শিয়া-সুন্নি গোষ্ঠীগত ওই সংঘাতে ২০০৮ সালে ইরাকে প্রাণ হারিয়েছিলেন কয়েক হাজার মানুষ।

গত কয়েক মাস ধরেই সুন্নি যোদ্ধারা ইরাকের শিয়া প্রভাবাধীন সরকারের বিভিন্ন অবস্থান ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। চলতি মাসে এ ধরনের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৭০ জন মানুষ।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।