ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৩২

ঢাকা: ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩২ জন নিহত হয়েছেন।

এ ছাড়া এ হামলায় আহত হয়েছেন আরো প্রায় দেড় শতাধিক।



রোববার ইরাকের দক্ষিণাঞ্চলীয় নগর হিল্লায় এ হামলা চালানো হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি মিনিবাসের চালক হিসেবে ওই হামলা চালায়।

শিয়া অধ্যুষিত ওই নগরীর একটি পুলিশি তল্লাশি চৌকির পাশে ওই বিস্ফোরণটি ঘটানো হয়। এতে অন্তত ৫০টি গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন।

পাশাপাশি তল্লাশি চৌকির একটি ভবনেরও বেশ কিছু অংশ বিধ্বস্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।