ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চার মাসের মধ্যেই ইরানের সঙ্গে পুরমাণু চুক্তি ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
চার মাসের মধ্যেই ইরানের সঙ্গে পুরমাণু চুক্তি ইইউ’র

ঢাকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তেহরানে সফররত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটনকে বলেছেন, আগামী চার মাসের মধ্যেই পরমাণু ইস্যুতে একটি চুক্তি হতে পারে।

রোববার তেহরানে ক্যাথরিন অ্যাশটনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের এক ঘন্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।



এসময় জাভেদ জারিফ আশ্বাস দিয়ে বলেন, আমরা চার থেকে পাঁচ মাস অথবা আরও কম সময়ের মধ্যেই একটা চুক্তিতে পৌঁছতে পারবো।

তবে জবাবে ক্যাথরিন অ্যাশটন বলছেন, এই ধরনের একটি অন্তবর্র্তী চুক্তি খুবই প্রয়োজন। কিন্তু এতে কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যে আমরা সফল হব। এজন্য সব পক্ষ থেকেই সমর্থনের প্রয়োজন রয়েছে।

গত ২০০৮ সালের পর এই প্রথমবারের মতো রোববার তিন দিনের সফরে ইরানে রয়েছেন ক্যাথরিন অ্যাশটন। সফরকালে তিনি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি, স্পিকার লারিজানির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪
**পরমাণু কর্মসূচি আলোচনা করতে ইইউ পররাষ্ট্র প্রধান ইরানে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।