ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশীয় নিখোঁজ উড়োজাহাজ বিধ্বস্তের প্রমাণ মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪
মালয়েশীয় নিখোঁজ উড়োজাহাজ বিধ্বস্তের প্রমাণ মিলেছে

ঢাকা: অনেক গুজব-ধোঁয়াশার পর ২৩৯ আরোহীসহ মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজ বিধ্বস্তের প্রমাণ পাওয়া গেছে। ভিয়েতনামের নৌবাহিনী বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের অংশ দেখতে পেয়েছে।


 
বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
 
‘নিখোঁজ উড়োজাহাজের বিধ্বস্তের প্রমাণ দিল ভিয়েতনাম’ শিরোনামে বিবিসির সংবাদে বলা হয়েছে, ভিয়েতনামের নৌবাহিনী উড়োজাহাজ বিধ্বস্ত বিমানের অংশ দেখতে পেয়েছে। ভিয়েতনামের নৌবাহিনী মনে করছে, অংশগুলো থেকে দুদিন আগে  নিখোঁজ হওয়া মালয়েশিয়ার উড়োজাহাজের হতে পারে।
 
বিসিসির প্রতিবেদনে বলা হয়েছে, বহুজাতীয় একটি দল ধ্বংসাবশেষ খুঁজছে এবং বিধ্বস্তের পর কোথায় উড়োজাহাজটি পড়েছে তা খুঁজছে। কোন দুই যাত্রী চোরাই পাসপোর্ট ব্যবহার করেছে সেটিও গোপন ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
 
রোববার দুপুরের দিকে ভিয়েতনামের নৌবাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে সেদেশের একটি সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ চীন সাগরের ভিয়েতনাম উপকূলে মালয়েশীয় উড়োজাহাজটি বিধ্বস্ত হতে পারে।
 
কিন্তু ভিয়েতনামের এ তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে  মালয়েশিয়ার সরকার। তারা বলছেন কোনো ধরনের হতাহত কিংবা বিধ্বস্তের খবর আমাদের কাছে নেই। রোববার ভিয়েতনামের অ্যাডমিরাল নগো ভান পাতকে বলেন, মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি মালয়েশিয়ার সমুদ্র সীমার ভেতরে বিধ্বস্ত ‘হতে পারে’।

মালয়েশিয়ার উদ্ধারকারী কর্মকর্তাদের উড়োজাহাজারে অবস্থান নিয়ে হিসাব-নিকাশের ভিত্তিতে তিনি এ কথা জানিয়েছেন।

কিন্তু  মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী সেরি হিশাম উদ্দিন বলেছেন, এখন পর্যন্ত তাদের কাছে নিখোঁজ হওয়া উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে কোনো তথ্য নেই। বিধ্বস্ত হওয়ার গুজবকে বিশ্বাস না করার কথাও বলেন হিশাম। তিনি বলেন, আমাদের ক্ষমতার মধ্যে থেকে আমরা উড়োজাহাজটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভিয়েতনামের নৌ বাহিনী যেহেতু তথ্য দিয়েছে, তাই তাদের কাছে আমাদের সত্যতা যাচাই করতে হবে। ’ মালয়েশিয়া এয়ারলাইন্সও উড়োজাহাজটির সন্ধান না পাওয়ার কথা জানালেও বিধ্বস্ত হওয়ার ব্যাপারে কিছু বলেনি।

বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়ার পর উড়োজাহাজ উদ্ধার কাজে দক্ষিণ চীন সাগরে দুটি জাহাজ পাঠায় চীন। ভিয়েতনামের নৌবাহিনীকে উদ্ধার তৎপরতা শুরু করে।

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী ওই উড়োজাহাজটিতে ১৪টি দেশের নাগরিক ছিলেন।   মালয়েশিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের উড়োজাহাজে চীনের ১৫৩, মালয়েশিয়ার ৩৮, ইন্দোনেশিয়ার ৭, অস্ট্রেলিয়ার ৭, ভারতের ৫ ফ্রান্সের ৩, যুক্তরাষ্টের ৩, নিউজিল্যান্ডের ২, ইউক্রেনের ২, কানাডার ২, রাশিয়ার ১, ইতালির ১, তাইওয়ানের ১, নেদারল্যান্ডসের ১ ও অস্ট্রিয়ার ১ নাগরিক রয়েছেন। এদের মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের দুই শিশু রয়েছে। এছাড়াও উড়োহাজাহটিতে ১২ জন ক্রু ছিলেন।

বোয়িং ৭৭৭-২০০ সিরিজের উড়োজাহাজটি স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১২টা ৪১ মিনিটে বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর ছেড়ে যায়। এর দুই ঘণ্টা পর ভিয়েতনামের আকাশসীমায় নিখোঁজ হয় উড়োজাহাজটি। উড়োজাহাজটি সকাল ৬টা ৩০ মিনিটে চীনের রাজধানীতে পৌঁছানোর কথা ছিলো।

বিধ্বস্তের খবর পাওয়ার আগে এদিকে ভিয়েতনামের ওয়েবসাইট ভিএন এক্সপ্রেস জানায়, ভিয়েতনামের সন্ধান ও উদ্ধার কর্মকর্তারা ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় কা মাউ প্রদেশের ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম উপকূলে সর্বশেষ উড়োজাহাজটির সংকেত পেয়েছিলেন।

সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর মালয়েশিয়া এয়ারলাইন্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ জৌহারি ইয়াইয়া বলেছিলেন, ‘আমার অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বেইজিংয়ের উদ্দেশে রাত ১২টা ৪১ মিনিটে কুয়ালালামপুর ত্যাগকারী এমএইচ৩৭০ ফ্লাইটটির সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। ’

মালয়েশিয়া এয়ারলাইন্স জানিয়েছে, উড়োজাহাজটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ। ৫৩ বছর বয়সী এ মালয়েশীয়র ১৮ হাজার ৪৬৫ ঘণ্টা উড়োজাহাজ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়া এয়ারলাইন্সে যোগ দেন। আর উড়োজাহাজের প্রধান কর্মকর্তা ফারিক হামিদের ২ হাজার ৮০০ ঘণ্টা উড়োজাহাজ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। ২৭ বছর বয়সী এ পাইলট ২০০৭ সাল থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সে কর্মরত।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, উড়োজাহাজটি ভিয়েতনাম নিয়ন্ত্রিত আকাশসীমায় হারিয়ে যায়। প্রায় ১৬০ চীনা যাত্রীবাহী উড়োজাহাজটি চীন নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশ করেনি এবং চীনের নিয়ন্ত্রকদের সঙ্গে যোগাযোগ করেনি।

১৯৮১ সাল থেকে সেবা প্রদানকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের সবশেষ ভয়াবহ দুর্ঘটনা ঘটে ১৯৯৫ সালে। ওই সময় এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মালয়েশিয়ার তাওয়াউ শহরে বিধ্বস্ত হয়। এতে ৩৪ জনের প্রাণহানি ঘটে।

গত ২০ বছরে বোয়িং ৭৭৭ কোনো ভয়াবহ দুর্ঘটনায় পড়েনি। তবে ২০১৩ সালের জুলাইয়ে সান ফ্রান্সিসকো দুর্ঘটনায় ২৯১ যাত্রী ও ১৬ ক্রুবাহী ফ্লাইটটির তিনজন নিহত হয়।
 
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।