ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২০ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪
ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২০ পুলিশ নিহত

ঢাকা: লোকসভা নির্বাচনে আগে ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় কমপক্ষে ২০ পুলিশ নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ২৫ পুলিশ।

মঙ্গলবার রাজ্যের সুকমা জেলার টংপাল এলাকায় ওই হামলা চালানো হয়।

পুলিশের শীর্ষ কর্মকর্তা মুকেশ গুপ্ত জানান, সেখানে একটি রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে টহলরত পুলিশের ওপর হামলা চালালে হতাহতের ওই ঘটনা ঘটে। তবে এসময় বিদ্রোহীদের কেউ হতাহত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত মে মাসে সুকমা এলাকায় রাজ্যের এক কংগ্রেস নেতার গাড়ি বহরে মাওবাদী হামলায় এক শীর্ষ রাজনীতিবিদসহ অন্তত ২৭ জন নিহত হয়।
গত ২০১২ সালের এপ্রিলে ওই জেলার একটি শীর্ষ সরকারি কর্মকর্তা আলেক্স পাওল মেননকে আটক করে মাওবাদী বিদ্রোহীরা। ঘটনার ১২ দিন পর তাকে মুক্তি দেয়া হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম গুলো বলছে, ছত্তিশগড় চীনের নেতা মাওসেতুংয়ের ভাবাদর্শে গড়ে ওঠা মাওবাদী বিচ্ছিন্নতাবাদীদের শক্তিশালী ঘাঁটি। দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে মাওবাদীরা এখানে বেশ কয়েক বছর ধরে সরকারবিরোধী বিদ্রোহ করে আসছে।

ভারতের ৬০০ জেলার এক তৃতীয়াংশের বেশি এলাকায় মাওবাদীদের তৎপরতা রয়েছে। আর মধ্য ভারতের উত্তর-পূর্বাঞ্চল হতে লাল করিডোরের বিভিন্ন রাজ্যই তাদের নিয়ন্ত্রণে আছে।

এরআগে ১৯৬০ সালের শেষ দিকে পশ্চিমবঙ্গে মাওবাদীরা সরকারবিরোধী বিদ্রোহ শুরু করে।
সাম্প্রতিক বছরগুলোতে মাওবাদীদের মোকাবেলায় নানা সময়ে সরকার সেনা ও পুলিশি অভিযান চালিয়েছে। এতে মাওবাদীরা তাদের নিয়ন্ত্রিত গভীর অরণ্যে চলে যায়।

তারপরও দেশটিতে মাওবাদী হামলা অব্যাহত রয়েছে। এতে প্রতি বছর শত শত লোক মারা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।