ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ প্রেসিডেন্ট বাসভবনের ওয়েবসাইট হ্যাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
রুশ প্রেসিডেন্ট বাসভবনের ওয়েবসাইট হ্যাক

ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন ও কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট হ্যাকড হয়েছে। শুক্রবার কিছু সময়ের জন্য রাশিয়ার দুই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট নিয়ন্ত্রণে নেয় হ্যাকারা।



হ্যাকড হওয়ার বিষয়টি ক্রেমলিনের  এক মুখপাত্র ‍নিশ্চিত করে। ওয়েবসাইট স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগে তিনি বলেছিলেন, (ক্রেমলিনের) সাইটে শক্তিশালী সাইবার হামলা হচ্ছে।

ওই সময় তিনি বলেছিলেন, হামলা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞেরা আক্রমণ প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে এ হামলার পেছনে কারা দায়ী সেটি বলেননি তিনি।

শুক্রবার সকাল থেকে কাজ করছে ‍না রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের ওয়েবসাইট হ্যাকারদের হামলার শিকার হয়েছে।

হ্যাকারদের হামলার কারণে সমস্যায় রয়েছে। হামলা প্রতিহত করার ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

শুধু এবারই প্রথম নয়, এর আগেও ক্রেমলিনের ওয়েবসাইট হ্যাকারদের হামলার শিকার হয়েছিল। ২০১২ সালে সরকারবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ক্রেমলিনের ওয়েবসাইটে হামলা চালায় হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাস। তবে সবশেষ হ্যাকিং এখন পর্যন্ত সম্পর্কে কিছু বলেনি অ্যানোনিমাস।

পুতিনবিরোধী ব্যক্তি ও সংগঠনগুলোর ওয়েবসাইট ব্লক করে দেওয়ার পরেই ক্রেমলিন ও কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনা ঘটলো।

অবৈধ কর্মকাণ্ড উস্কে দেওয়ার অভিযোগে কতগুলো ওয়েবসাইট ব্লক করে দেওয়ার জন্য কয়েকদিন আগে ইন্টারনেট সরবরাহকারীদের একটি তালিকা দেয় রুশ সরকার।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।