ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘স্বাধীন’ ক্রিমিয়া ফিরছে রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
‘স্বাধীন’ ক্রিমিয়া ফিরছে রাশিয়ায়

ঢাকা: ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ার স্বাধীনতা ঘোষণা করা করেছে। এখন আর তাদের রাশিয়ান ফেডারেশনে যোগ দিতে কোনো আইনি বাধা রইল নেই।

সোমবার ক্রিমিয়ার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেয়।

রোববার ইউক্রেন থেকে আলাদা হতে ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটে রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষেই অধিকাংশরা রায় দেন। এতে ক্রিমিয়ার ৯৬ দশমিক ৬ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন।

যদিও ক্রিমিয়ায় সংখ্যালঘিষ্ঠ ইউক্রেনিয়ান এবং টাটার গোষ্ঠীর লোকজন এ গণভোট বয়কট করেন।

এখন ইউক্রেনের কোনো আইন আর ক্রিমিয়ায় প্রযোজ্য নয়। ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলের সব সম্পদ জাতীয়করণ করার ঘোষণা দিয়েছে দেশটির পার্লামেন্ট। আর ক্রিমিয়া এখন ক্রিমিয়া রিপাবলিক বলে পরিচিত হবে।

তবে কিয়েভের সরকার বলছে তারা গণভোটের ফলাফল মেনে নেবে না। ক্রিমিয়ান আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রকে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান করেছে।
যুক্তরাষ্ট্র ও  ইউরোপীয় ইউনিয়ন জানায়, গণভোট ছিল অবৈধ। এজন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

গত ফেব্রুয়ারি থেকে ক্রিমিয়া রাশিয়া সমর্থক বাহিনীর নিয়ন্ত্রণাধীন। মস্কো জানায়, রাশিয়া সমর্থক সৈন্যরা আত্মরক্ষার কাজে সেখানে নিয়োজিত। তারা রাশিয়ার নিয়ন্ত্রণে নেই।

ইউক্রেনের রাশিয়া সমর্থক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ মাসব্যাপী বিক্ষোভের মুখে ২২ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। এরপর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আরসেনি ইয়াটসেনউক। তিনি এ গণভোটকে ‘সার্কাস পারফর্মেন্স’ বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪/আপডেট: ১৭৫০ ঘণ্টা


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।