ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্রিমিয়া নিয়ে রাশিয়াকে সমর্থন ভারতের!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
ক্রিমিয়া নিয়ে রাশিয়াকে সমর্থন ভারতের! ছবি: ফাইল ফটো

ঢাকা: ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপ সমর্থন করবে না ভারত। ইউক্রেন ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে রাশিয়ার প্রেসিডেন্টের ফোনের পরপরেই দিল্লির এমন অবস্থার কথা জানা গেল।



ভারত সংবাদমাধ্যম এনডিটিভি সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনও কোনো অবস্থান নেওয়া হয়নি বলে জেনেছে এনডিটিভি।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারতের নীতি কোনো ধরনের নিষেধাজ্ঞাকে সমর্থন করে না।

ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডভুক্ত করতে ক্রিমীয় নেতাদের সঙ্গে এরইমধ্যে চুক্তি সেরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তির পরপরেই মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ফোন করেন পুতিন।

ক্রিমিয়া নিয়ে রাশিয়ার ‍অধিকারের বিষয়টি মনমোহনকে জানান পুতিন। এ সময় মনমোহন দেশের অখণ্ডতা ও ঐক্যের নিজের অবস্থানের কথা ব্যক্ত করেন।

ক্রিমিয়া সমস্যার সমাধান রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান করার জন্য সবপক্ষ কাজ করবে বলেও আশা প্রকাশ করেন মনমোহন।

তিনি ইউরোপের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত ও ওই অঞ্চলের জনগণের বৈধ অধিকার রক্ষা করে সমস্যা সমাধানের কথা বলেন।

হুঁশিয়ারি সত্ত্বেও ক্রিমিয়াকে একীভূত করায় রাশিয়া ও ক্রিমিয়ার প্রতি এরইমধ্যে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। উন্নত দেশগুলোর গোষ্ঠী জি-৮ থেকে রাশিয়াকে বহিষ্কারেরও হুমকি দেওয়া হয়েছে। রাশিয়ায় অনুষ্ঠেয় জি-৮ সম্মেলন স্থগিত করা হয়েছে।

আগামী সপ্তাহে রাশিয়াকে ছাড়াই ইউরোপে পরমাণু সম্মেলন হচ্ছে। এ সম্মেলনের বাইরে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনায় বসতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

পশ্চিমাদের নিষেধাজ্ঞা ও হুমকির বিরুদ্ধে পাল্টা হুমকি দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ফোন করে কড়া জবাব দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ল্যাভরভ বলেছেন, ক্রিমিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অবরোধ অগ্রহণযোগ্য।

পশ্চিমাদের অবস্থানের ‘পরিণতি’ খারাপ হবে বলেও মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।