ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপি- কংগ্রেসের সমালোচনায় কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪
বিজেপি- কংগ্রেসের সমালোচনায় কেজরিওয়াল

ঢাকা: বিজেপি হিন্দুদের জন্য এবং কংগ্রেস মুসলমানদের জন্য কিছুই করেনি বলে মন্তব্য করেছেন ভারতের আম আদমি পার্টি নেতা (এএপি) অরবিন্দ কেজরিওয়াল।

বুধবার আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে মহারাষ্ট্রে প্রথম নির্বাচনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তুমুল হট্টগোল ও প্রতিবাদের মধ্যেই তিনি লোকাল ট্রেনে চড়ে নির্বাচনী প্রচারণার জন্য মহারাষ্ট্রে পৌছান।  

ট্রাকের ওপর দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশে তিনি তার মার্কায় (ঝাড়ু) ভোট দেওয়ার আহ্বান জানান। এজন্য নেতাকর্মীদের ভোটারদের ঘরে ঘরে যাওয়ার জন্য অনুরোধ করেন।

এর আগে দলীয় নেতাকর্মী এবং দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে আন্ধেরি থেকে চার্জগেটে পৌছান। এসময় কেজরিওয়ালকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় জড়ো হয়।

আবার স্টেশন ছেড়ে যাওয়ার সময় একদল যুবক কেজরিওয়ালকে কালো পতাকা দেখান। তরুণরা বলেন, আমরা কোনো দল বা সংগঠন করি না। তবে কেজরিওয়ালের ‘মিডিয়া ম্যানেজমেন্টের’ তীব্র নিন্দা জানাচ্ছি।

সম্প্রতি এক সংবাদ উপস্থাপককে সাক্ষাৎকারের বিশেষ অংশ হাইলাইট করার অনুরোধ করেন এমন ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ে। এরপরই সমালোচনা শুরু হয়। বলা হচ্ছে, কেজরিওয়াল উপস্থাপককে প্রভাবিত করতে চেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।