ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে বিস্ফোরণের ঘটনায় আরও এক জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪
নিউইয়র্কে বিস্ফোরণের ঘটনায় আরও এক জনের মৃত্যু

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের ইস্ট হারলেমে গ্যাসের পাইপে লিক হয়ে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

এছাড়া অন্তত ৬৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সংগঠিত ওই ঘটনায় ‍আইন প্রয়োগকারী সংস্থা ১০ জন নিখোঁজ হওয়ার সংবাদ জানিয়েছে।



ঘটনার পরই দু’টি ভবনে দ্রুত উদ্ধার ত‍ৎপরতায় অংশ নেয় ১৫টি ইউনিটের অন্তত আড়াইশ’ দমকল কর্মী। আবর্জনার ভেতর থেকে নিখোঁজদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারা।



গুরুতর আহত ১৩ জনকে হারলেম হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে এক শিশুর অবস্থা খুবই গুরুতর।

এছাড়াও মাউন্ট সিনাই হাসপাতালে চিকি‍ৎসা নিচ্ছেন অন্তত ২২ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এখানে বেশ কয়েক জন শিশুও রয়েছে।

এছাড়া, মেট্রোপলিটন হাসপাতালেও ভর্তি করা হয়েছে অন্তত ১৭ জনকে।



গ্যাস লাইনের একজন শীর্ষ কর্মকর্তা জানান, বুধবার স্থানীয় সময় সোয়া ৯টার দিকে গ্যাস পাইপ লিক হওয়ার ঘটনায় পার্ক অ্যাভিনিউয়ের আবাসিক এলাকা থেকে একটি কল আসে। আর এর ১৫ মিনিট পরই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিউইয়র্কের ভারপ্রাপ্ত মেয়র বিল ডি ব্লাসিও।



এসময় তিনি সংবাদিকদের জানান, গ্যাসের পাইপ লিক হওয়ার ১৫ মিনিটের মধ্যেই ওই বিস্ফোরণের‍ ঘটনা ঘটেছে। এতে সৃষ্ট অগ্নিকাণ্ডে লোকজন হতাহত হয়।

এদিকে, জাতীয় ট্রান্সপোর্ট নিরাপত্তা বোর্ড পাইপলাইন বিস্ফোরণের বিষয়টি তদন্ত করতে লোক পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪

** নিউইয়র্কে বিস্ফোরণে ভবন ধস, নিহত ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।