ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজা তৃতীয় দিনের মতো চলছে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪
গাজা তৃতীয় দিনের মতো চলছে রকেট হামলা

ঢাকা: গাজা উপত্যাকায় তৃতীয় দিনের মতো ইসরায়েল রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলার জবাব হিসেবে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারাও রকেট হামলা চালিয়েছে।



বৃহস্পতিবার ইসরায়েলের আশকেরন ও আশদোদ শহরে জরুরি বিপদ সংকেত দেওয়া হয়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, খোলা জায়গায় রকেট হামলা হয়েছে। তবে কেউ হতাহত হননি।

বুধবার গাজা উপত্যাকায় ২৯টি রকেট হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। একই দিন ইসরায়েলি শহর লক্ষ্য করে প্যালেস্টাইনি যোদ্ধারা ৯০টির বেশি রকেট নিক্ষেপ করে।

২০১২ সালের নভেম্বরে গাজা উপত্যাকায় ইসরায়েলি বোমা হামলার পর এটি সবচেয়ে বেশি রকেট হামলা চালানোর ঘটনা।

তবে উভয় পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।