ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে ড্রোন কিনছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪
যুক্তরাষ্ট্র থেকে ড্রোন কিনছে অস্ট্রেলিয়া

ঢাকা: সীমান্ত সুরক্ষায় যুক্তরাষ্ট্র থেকে ড্রোন কেনার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট সম্প্রতি এমন ঘোষণা দিয়েছেন।



তিনি বলেন, সামুদ্রিক পর্যবেক্ষণ সক্ষমতা বাড়ানোর জন্য প্রতিরক্ষা বাহিনীকে এ ড্রোন সরবরাহ করা হবে। এছাড়া জ্বালানি শক্তি রক্ষার জন্যও এ ড্রোন ব্যবহার কেনা হচ্ছে।  

তবে ঠিক কি পরিমাণে ড্রোন কেনা হচ্ছে সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। কেনার পর ড্রোন অ্যাডিলেডের এয়ার ফোর্স ঘাঁটিতে সংযুক্ত করা হবে। এর পেছনে ১০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগ করা হবে।

অ্যাবোট বলেন, সুশাসনের জন্য দেশে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা দরকার। এটি অর্থনীতির মতোই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা শক্তিশালী নিরাপত্তার জন্যই ড্রোনের অভাব অনুভব করছি।

বিশ্বের সমুদ্রসীমার প্রায় ১১ ভাগ অস্ট্রেলিয়ার দখলে। এ বিষয়ে তিনি বলেন,  এই ১১ ভাগ রক্ষা করাও আমাদের দায়িত্ব।   

এমকিউ-৪সি ট্রিটন নামে মনুষ্যবিহীন ড্রোন মূলত সমুদ্রসীমার নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। এটি ৫৫ হাজার ফুট পর্যন্ত ওপরে উঠে পাহারা দিতে পারে।

এর  আকার হচ্ছে ছোটোখাটো এয়ারক্রাফটের মতো। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কর্তৃক ব্যবহৃত ড্রোন একটানা ৩৩ ঘণ্টা আকাশে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।