ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গুরু ফিরে আসবেন, তাই মৃত্যুর পর ফ্রিজে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪
গুরু ফিরে আসবেন, তাই মৃত্যুর পর ফ্রিজে

ঢাকা: ভারতের আশ্রমের এক গুরুকে মৃত ঘোষণা করে তার মরদেহ ফ্রিজে রাখা হয়েছে। তার শিষ্যদের বিশ্বাস, গুরু গভীর ধ্যানে মগ্ন।

ধ্যান শেষে তিনি ফিরে আসবেন।

২৯ জানুয়ারি চিকিৎসকেরা পাঞ্জাব প্রদেশের আশুতোষ মাহারাজকে ‘ক্লিনিক্যালি ডেথ’ ঘোষণা করা হয়।

দিভিয়া জ্যোতি জাগরাতি  সাস্তান (ডিভাইন লাইট অ্যাওয়াকেনিং মিশন) এর একজন গুরু। সারা বিশ্বে তার লাখো লাখো ভক্ত রয়েছেন বলে দাবি করা হয়।
মিশুনের মুখপাত্র স্বামী বিশাল আনন্দ জোর দিয়ে বলেছেন, তাদের গুরু মারা যাননি। তিনি ‘সমাধি অবস্থায়’ (বিশালের দাবি, ধ্যানের সর্বশেষ ধাপ হচ্ছে সমাধি) রয়েছেন এবং এখনও তার চেতনা রয়েছে।

এ সপ্তাহের শুরুতে তিনি বলেন,  মাহারাজ-জি তার ভক্তদের ধ্যানমগ্ন অবস্থায় এখনও বার্তা দিচ্ছেন।

মাহারাজকে ফ্রিজে রাখার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে একজন রিট করেন। নিজেকে মহারাজার গাড়িচালক দাবিকারী ওই ব্যক্তির আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্ট জানান, ভক্তরা যেভাবে চাইবেন সেভাবে মহারাজার মরদেহ রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।