ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র- রাশিয়ার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র- রাশিয়ার বৈঠক

ঢাকা: ইউক্রেনের চলমান সঙ্কট নিরসনে লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠক বসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠানের দুই দিন আগে শুক্রবার এ বৈঠকে মিলিত হচ্ছেন তারা।



ক্রিমিয়ায় গণভোট ও ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ মস্কোকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার দিকে ঠেলে দিতে পারে এমন কথাই বৈঠকে ল্যাভরভকে জন কেরি বলবেন বলে আশা করা যাচ্ছে।
 
এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জন কেরি সতর্ক করেন, রাশিয়া যদি ইউক্রেনে ‘আগ্রাসন’ চালায় তাহলে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। অবশ্য জবাবে রাশিয়াও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে।

এরইমধ্যে জন কেরি বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তেজনা নিরসনে এ পর্যন্ত রাশিয়া কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই কাজটি কঠিন বলে তিনি স্বীকার করেন।

আর বৈঠককে সামনে রেখে ল্যাভরভ স্বীকার করেছেন, সংক্রট নিয়ে পরিস্থিতি কঠিন ছিল। বহু ঘটনা ঘটে গেছে এবং অনেক সময় পার হয়ে গেছে।

লন্ডন সফরের আগে জন কেরি বলেছিলেন, ক্রিমিয়া ইস্যুতে গণভোটের আগে কোন সমাধান না হলে মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সোমবারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে।

এদিকে, শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে তাদের সহকারী নাগরিকদের জীবন রক্ষার অধিকার মস্কোর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।