ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১০০ আসনের ব্যবধানে বিজেপির কাছে হারবে কংগ্রেস!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪
১০০ আসনের ব্যবধানে বিজেপির কাছে হারবে কংগ্রেস!

ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। ভারতজুড়ে ধাপে ধাপে ৭ এপ্রিল থেকে ১২ মে ভোটগ্রহণ হবে।

১৬তম এ নির্বাচন ভারতের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

কংগ্রেস জয়ী হলে দলের সহ-সভাপতি রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি বিজেপি’র ক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে গুজরাটের চারবারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নামটাও বারবার উঠে আসছে।

সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ থাকলেও নিজেকে অসাম্প্রদায়িক হিসেবে প্রমাণে ভারতীয়দের কাছে সুযোগ চান নরেন্দ্র মোদি। অন্য দিকে মাত্র এক বছরের মাথায় রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জনতার কথা বিবেচনা করে ক্ষমতা ছেড়ে দেওয়া আম আদমি পার্টি অংশ নিচ্ছে এ নির্বাচনে।

কংগ্রেসের ভরাডুবি নিশ্চিত করতে জোট বাড়াচ্ছে বিজেপি। কংগ্রেসেও বেছে বেছে প্রার্থী দিচ্ছেন। আবার কংগ্রেসের বর্ষীয়ান নেতাদের অনেকে পরাজয়ের ভয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন না।

একের পর এক দুর্নীতির প্রকাশ, অন্ধ্রপ্রদেশ বিভক্তসহ নানা কারণে কংগ্রেসের জনপ্রিয়তা ধস নেমেছে। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা কংগ্রেসকে তাই হারাতে প্রাণপণে নির্বাচনে নেমেছে বিজেপি।

৫৪৩টি আসন বিশিষ্ট লোকসভা নির্বাচনে ভোটর সংখ্যা ৮১ কোটি ৪ লাখের মতো। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ১৬ মে। ৩১ মের পরে ক্ষমতায় অধিষ্ঠিত হবেন ১৬তম লোকসভার সদস্যরা।

হ্যানসা রিসার্চ গ্রুপ পরিচালিত জরিপে বেরিয়ে এসেছে ১০০ আসনের ব্যবধানে হারবে কংগ্রেস। গতবারের নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট যৌথ প্রগতিশীল মোর্চা (ইউপিএ) ২৬১ ও বিজেপি নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) ১৫৯টি আসন পায়। ১০২টি আসনে পরাজয় হয় বিজেপির। কিন্তু ১৬তম সাধারণ নির্বাচনে বিজেপির পরিণতি হবে কংগ্রেসের।

ভারতীয় টেলিভিশন চ্যানেল নিউ দিল্লি টেলিভিশনের (এনডিটিভি) প্রকাশিত হ্যানসা রিসার্চ গ্রুপের জরিপে দেখা গেছে, ইউপিএ পাবে ১২৯ আর এনডিএ পাবে ২২৯টি আসন। অন্যান্য দলগুলো পাবে ১৮৩টি আসন। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ৩২টিতে জয় পাবে তৃণমূল কংগ্রেস।

নিচে রাজ্য অনুযায়ী দলগুলোর সম্ভাব্য জয়ের আসন চিত্র দেওয়া হলো
Manual_1
কেরালা-২০

কেরালার ২০  আসনের মধ্যে ইউডিএফ ১৩ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। আর দ্বিতীয় অবস্থানে থাকবে বামপন্থিরা। তারা পাবে ৭টি আসন। কেরেলায় ইউডিএফ গতবারের চেয়ে ৩টি কম ও বামপন্থিরা ৩টি বেশি আসন পাবে।

ভোটের হিসেবে ইউডিএফ গতবারের চেয়ে ৪ শতাংশ কম ভোট পাবে। এবার দলটি ৪৬ শতাংশ ভোট পাবে। বামপন্থিরা পাবে ৩৮ শতাংশ, বিজেপি ৯ শতাংশ ও অন্যান্য দলগুলো ৭ শতাংশ ভোট পাবে।

তেলেঙ্গানা- ১৭

তেলেঙ্গানায় কংগ্রেসের ভরাডুবি হবে। গতবারের চেয়ে ৭টি আসনে কম ভোট পাবে কংগ্রেস। এবার কংগ্রেস পাবে মাত্র ৬টি আসন। গতবার ২টি আসন পাওয়ায় টিআরএস পাবে ১১টি আসন। অন্য একটি দল পাবে একটি আসন।

আর ভোটের হিসেবে টিআরএস পাবে ৩৩ শতাংশ, কংগ্রেস ২৭ শতাংশ, বিজেপি ১৫ শতাংশ, টিডিপি ৮ শতাংশ এবং অন্যান্যরা ১৭ শতাংশ।

সীমান্ধ্রা-২৫

এ রাজ্যের ২৫টি আসনের মধ্যে প্রথমবারের মতো ১৫টি আসন পাবে ওয়াইএসআর। এর আগে কখনও একটি আসন পায়নি দলটি। বিজেপি ও টিডিএ গতবারের চেয়ে ভালো করবে। গতবারের চেয়ে ৫টি আসন বেশি পেয়ে এ দল দুটি পাবে ৯টি আসন। আর গতবার ২২টি আসন পাওয়া কংগ্রেসের ভাগ্য জুটবে মাত্র ১টি আসন।

ওয়াইএসআর ৪৩ শতাংশ, বিজেপি ৩৭ শতাংশ, কংগ্রেস ১৪ শতাংশ ও অন্যান্য দলগুলো ৬ শতাংশ করে ভোট পেতে পারে।

ওড়িশা-২১

ওড়িশা রাজ্যে গতবারের মতো জয় ধরে রাখবে বিজেডি। দলটি গতবারের চেয়ে ৩ আসন বেশি পেয়ে লাভ করবে ১৭টি আসন। অন্যদিকে ৩০ শতাংশ ভোট পেলেও কংগ্রেস হারাবে ৩টি আসন। গতবার ক্ষমতাসীন কংগ্রেস পেয়েছিল ৬টি আসন।   গতবার কোনো আসনে জয় না পাওয়া বিজেপি একটি আসন পেতে পারে। এ আসনে স্বতন্ত্র বা অন্য দলগুলো ১৩ শতাংশ ভোট পেলেও কোনো আসন না পেতে পারে। ভোটের হিসেবে একাই ৪০ শতাংশ পাবে বিজেডি, বিজেপি পাবে ১৩ শতাংশ।

আসাম-১৪
৩৬ শতাংশ ভোট পেয়ে কংগ্রেস ও এইউডিএফ পাবে ১৩টি আসন। ১৮ শতাংশ ভোট পেলেও কোনো আসন পাবে না বিজেপি। একই দশা হবে এজিপিরও। দলটি ১৩ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্য দলগুলো ১টি আসন পাবে।

পাঞ্জাব-১৩

আসামের মতো পাঞ্জাবে জয় ধরে রাখবে কংগ্রেস। ১৩ আসনের মধ্যে ৮টিতে বিজেপি ও এসএডি পাবে ৫টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেলেও গতবারের চেয়ে ৪ শতাংশ ভোট কমবে কংগ্রেসের।

উত্তর প্রদেশ-৮০

উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি ৩২ শতাংশ ভোট পেলেও একাই অর্ধেক আসনে জয় পাবে। বাকি ৪০টির মধ্যে বিএসপি ১৫টি, এসপি ১৩টি ও কংগ্রেস-এলডি পাবে ১২। কংগ্রেস গতবার কংগ্রেস নেতৃত্বাধীন জোট এ রাজ্যে ২৬টি আসনে জয় পেয়েছিল।

বিহার-৪০

এ রাজ্যে ৩২ শতাংশ ভোট পেয়ে ২৩টিতে জয় পাবে বিজেপি ও এলজেপি। গতবারের চেয়ে ১১টি আসন বেশি পাবে দল দুটি। কংগ্রেস ও আরজেডি ৫টি আসন বেশি পেয়ে ১১টিতে জয় পাবে। জেডিইউ পাবে ৫টি, অন্যান্য দলগুলো ১টি আসন পাবে।

ঝাড়খণ্ড-১৪

পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এ রাজ্যে গতবারের চেয়ে কংগ্রেস ৩টি আসন বেশি পাবে। এবার কংগ্রেস ৪টি আসন পেলেও ৬টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে বিজেপি। জেএমএম ২ ও ‍অন্যান্য দলগুলো ২টি আসন পাবে।

গুজরাট-২৬

নরেন্দ্র মোদির রাজ্যই প্রমাণ করে তিনি দেশের আগামী প্রধানমন্ত্রী। নিজ রাজ্যে মোদির দল ২৬ আসনের ২৩টিতে জয় পাবে। বাকি ৩টি আসন পাবে কংগ্রেস। কংগ্রেস এবার এ রাজ্য ৮টি আসন হারাবে। তবে আসনে এতো হেরফের হলেও ভোটের ক্ষেত্রে বিজেপির চেয়ে মাত্র ১০ শতাংশ ভোট কম পাবে কংগ্রেস। কংগ্রেস পাবে ৪০ শতাংশ ভোট, আর বিজেপি ৫০ শতাংশ।

ছত্রিশগড়-১১

গুজরাটের মতো ছত্রিশগড়েও জয়জয়কার হবে বিজেপির। ১১টি আসনের মধ্যে ৯টিতে জয় পাবে নরেন্দ্র মোদির দল। বাকি দুটি আসন পাবে কংগ্রেস।

মধ্যপ্রদেশ-২৯

মধ্যপ্রদেশে গতবারের মতো এবারও জয় পাবে বিজেপি। গতবারের চেয়ে ৮ আসন বেশি পেয়ে ২৪টি আসনে জয় পাবে দলটি। ২৯ আসন বিশিষ্ট এ রাজ্যে মাত্র ৪টি আসন পাবে কংগ্রেস, একটিতে জয় পাবে বিএসপি।

মহারাষ্ট্র-৪৮

ভারতের অভিজাত রাজ্য মহারাষ্ট্রেও বিজেপির জয়জয়কার হবে। গতবারের চেয়ে ১৩টি আসন বেশি পেয়ে বিজেপি ও তার শরিক দল বিএসএস পাবে ৩৩টি আসন। অন্য দিকে কংগ্রেস ও এনসিপির ২৫ আসন থেকে কমে নামবে ১২-এ। এমএনএস ও অন্যান্যরা ৩টি আসনে জয় পাবে।

হরিয়ানা-১০

আসনের ভিত্তিতে দ্বিতীয় ছোট রাজ্য হরিয়ানাও সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। ১০টি আসনের ৭টিতে বিজেপি ও এইচজেসি এবং ৩টিতে কংগ্রেস জয় পাবে। এ রাজ্যে গতবার ৯টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন জোট।

দিল্লি-৭

দিল্লির রাজ্য সভায় সরকার গঠন করে তিনমাস না পেরুতে পারলেও লোকসভায় আবার ক্ষমতায় আসতে পারে আম আদমি পার্টি(এএপি)। ৭টি আসনের মধ্যে ৪টি এএপি, বিজেপি ২, কংগ্রেস ১টি আসনে জয় পাবে। গতবারের চেয়ে কংগ্রেস ৬টি আসন হারাবে।

রাজস্থান-২৫

রাজস্থানে ৪৮ শতাংশ ভোট পেয়ে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা ‍পাবে বিজেপি। গতবারের নির্বাচনে মাত্র ৪টি আসন পাওয়া এ দলটি ১৯টি আসন পাবে। অন্যদিকে ১৫টি আসন হাত ছাড়া হবে কংগ্রেসের, দলটি মাত্র ৫টি আসন পাবে। অন্যান্যর‍া ১টি আসন পাবে।

পশ্চিমবঙ্গ-৪২
তৃণমূল কংগ্রেস (টিএমসি) ৪২টি আসনের মধ্যে ৩২টিতে জয় পাবে। বামপন্থীরা পাবে ৯টি আসন। গতবার ৬টি আসনে জয় পেলেও মাত্র ১টি আসন পাবে কংগ্রেস। বিজেপি ১০ শতাংশ ভোট পেলেও কোনো আসন পেতে পারে না।

তামিলনাড়ু-৩৯
বিজেপি, কংগ্রেস কেউ নয়, এ রাজ্য সংখ্যাগরিষ্ঠতা পাবে স্থানীয় এআইএডিএমকে। দলটি ৪৫ শতাংশ ভোট পেয়ে ২৭টি আসন লাভ করবে। অন্যদিকে ডিএমকে পাবে ১০টি ও অন্যান্যরা ২টি আসন পাবে।

কর্নাটক ২৮
কর্নাটকের ২৮টি আসনের মধ্যে ২০টি বিজেপি, ৬টি কংগ্রেস ও ২টি জেডিসি পাবে।

ছোট ছোট রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল-৫৪

ভারতের অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় শাসিত বা স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোতে বিজেপির অবস্থান তেমন ভাল নয়। এসব অঞ্চলের ৩৪টি আসনের মধ্যে ২২টিতে কংগ্রেস, ৮টি বিজেপি ও ৪টি আসনে অন্য দলগুলো জয় পাবে।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।