ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে সোমবার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
প্যারিসে সোমবার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে বিপজ্জনক মাত্রার বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রীর দফতর থেকে এক নির্দেশনায় বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে ৫টা (গ্রিনিচমান সময় সাড়ে ৪টা) থেকে ‘অলটারনেটিং ট্রাফিক’ ব্যবস্থা প্যারিস ও তার ‌উপকণ্ঠে চালু হবে।



‘অলটারনেটিং ট্রাফিক’ ব্যবস্থা হচ্ছে লাইন্সেস নম্বরের ওপর ভিত্তি করে আলাদা আলাদা দিনে রাস্তায় গাড়ি চলাচলের নিয়ম।

মঙ্গলবারও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ফরাসি প্রধানমন্ত্রী জঁ-মার্ক আইরাউয়ের দফতরের নির্দেশনায়।

তবে নির্দেশনায় বলা হয়নি, সোমবার কোন কোন যানবাহন রাস্তায় চলাচল করবে। তবে জোড়-বেজোড় লাইন্সেস প্লেট নম্বরের ভিত্তিতে গাড়ি ভাগ করা হবে।
প্যারিসে ১৯৯৭ সালের পর দ্বিতীয়বারের মতো এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ হলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলেও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

শুক্রবার থেকে তিন দিনের জন্য সরকারি যানবাহনে বিনাভাড়ায় ভ্রমণ করার সুযোগ দিয়েছে সরকার। গাড়ি বাড়িতে রেখে আসতে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত বিনা ভাড়ায় গাড়িতে ভ্রমণ করতে পারবেন প্যারিসবাসী।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।