ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
চিলিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প

ঢাকা: চিলির প্রশান্ত সাগরীয় উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা থেকে জানানো হয়েছে।

ভূমিকম্পের ফলে বড় ধরনের সুনামি না হলেও উপকূলীয় অঞ্চলে ছোট আকারের সুনামির কথা জানিয়েছে ইউএসজিএস।

এজন্য স্থানীয়দের উঁচু স্থানে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চিলির পশ্চিম উত্তর-পূর্বাঞ্চলীয় ইকিউকি থেকে ৬০ কিলোমিটার দূরে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ২০ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র জানায়, শক্তিশালী ভূমিকম্পের ফলে সমুদ্রে পানির স্তর বৃদ্ধি পেতে পারে, তবে তা ব্যাপক আকারে নয়।

এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে আশপাশের দুইশ’ কিলোমিটার এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে লোকজনরদের সর্তক থাকতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।