ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উড়োজাহাজ রহস্য

ভারত মহাসাগরে অনুসন্ধানের নেতৃত্বে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
ভারত মহাসাগরে অনুসন্ধানের নেতৃত্বে অস্ট্রেলিয়া

ঢাকা: নিখোঁজ মালয়েশীয় বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজটিকে খুঁজে বের করার অভিযানে নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।

সোমবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এ ঘোষণা দিয়ে বলেন, মালয়েশিয়ার অনুরোধের প্রেক্ষিতে নিখোঁজ বিমানটির দক্ষিণমুখী সম্ভাব্য সব পথে অনুসন্ধান চালাবে অস্ট্রেলিয়া।



মালয়েশীয় কর্তৃপক্ষ মনে করছে দুর্ঘটনা নয়, উদ্দেশ্যমূলকভাবেই বিমানটিকে তার নির্দিষ্ট গন্তব্য পথ থেকে সরিয়ে নেয়া হয়েছে। রাডারে ধরা পড়া সর্বশেষ অবস্থান থেকে ধারণা করা হচ্ছে এটি উত্তর এবং দক্ষিণ দিকে উড়ে যেতে পারে।

উত্তর দিকে স্থলভাগ থাকলেও দক্ষিণ দিকে বিস্তৃত ভারত মহাসাগরের অগাধ জলরাশি।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অনুরোধে আমি রাজি হয়েছি। এছাড়া উদ্ধার অভিযানে আরও সরঞ্জামাদি এবং অন্যান্য সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়েছি যা তিনি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন।

এর আগে মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য ইচ্ছা করেই বিমানটির এয়ারক্রাফট কমি্উনিকেশন অ্যাড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম (এসিএআরএস) বন্ধ করে দেয়া হয়েছে।

তদন্তকারীরা বর্তমানে যাত্রী ও ক্রুরা ছাড়াও উড্ডয়নের আগে যেসব প্রকৌশলী এবং গ্রাউন্ড স্টাফ বিমানটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের ব্যাপারেও খোঁজ খবর নিচ্ছেন।

গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে উড়ালের ৪০ মিনিটের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্ হয়ে যায় মালয়েশীয় এয়ারলাইন্সের বিমানটির। যাত্রী ও ক্রু সহ বিমানটিতে ২৩৯ জন আরোহী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।