ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আত্মঘাতী বোমায় হিজবুল্লাহ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
আত্মঘাতী বোমায় হিজবুল্লাহ নেতা নিহত

ঢাকা: লেবানননের শিয়া জঙ্গি সংগঠন হিজবুল্লাহ’র প্রভাবাধীন দক্ষিণ‍াঞ্চলীয় বেকা উপতক্যায় আত্মঘাতী হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার সহ চারজন নিহত হয়েছেন।

রোববার রাতে আল নাবি ওসমান গ্রামে চালানো গাড়ি বোমা হামলায় নিহত প্রাণ হারান স্থানীয় হিজবুল্লাহ কমান্ডার আব্দুল রহমান আল কাদিহ।



প্রতিবেশী সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে লেবাননের পূর্বাঞ্চল এবং রাজধানী বৈরুতের দক্ষিণ‍াঞ্চলের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বেশ কয়েকটি বোমা হামলা চালানো হয়।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লাহ’র অংশ নেয়ার পর থেকেই এ হামলার ঘটনাগুলো ঘটে।

হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সুন্নি জঙ্গি সংগঠন জাবাথ আল নুসরা এবং লেবাননের স্বল্প পরিচিত জঙ্গি সংগঠন লিয়া আহরার আল সুন্নাহ।

বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী এবং হিজবুল্লাহকে হুমকি দিয়ে বলা হয়েছে খুব শিগগিরই সিরিয়ার ইয়াবরুদ শহরের লড়াই লেবাননের মাটিতেও ছড়িয়ে পড়বে।

সম্প্রতি হিজবুল্লাহ যোদ্ধাদের সহযোগিতায় বিদ্রোহীদের হাত থেকে লেবাননের সীমান্তবর্তী ইয়াবরুদ শহরটি দখল করতে সক্ষম হয় সিরীয় বাহিনী।

এরপর থেকেই লেবাননে সিরীয় গৃহযুদ্ধের উত্তেজন‍া লেবাননে ছড়িয়ে পড়ার শঙ্কা আরও ঘনীভূত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।